Ajker Patrika

কোহলির প্রশংসা না করায় সমালোচনার শিকার সৌরভ

আপডেট : ২৩ মে ২০২৩, ১৫: ১৭
কোহলির প্রশংসা না করায় সমালোচনার শিকার সৌরভ

চিন্নস্বামীতে গত পরশু একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। সৌরভ গাঙ্গুলী সামাজিক মাধ্যমে গিলের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু কোহলির কথা উল্লেখ করেননি। ভারতীয় এই ব্যাটারের নাম না বলায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সৌরভ। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত পরশু প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাটের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। গিলের প্রশংসা করে সৌরভ টুইট করেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’ কোহলির নাম উল্লেখ না করায় নেটিজেনরা সৌরভকে ধুয়ে দিয়েছেন। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। তিনিও (কোহলি) ভালো খেলেছেন। কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি (সৌরভ) বলেননি। তাতে বোঝাই যাচ্ছে তার প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম। জয় প্যাটেল নামের একজন টুইট করেন, ‘আজ তো দাদা বেশ খুশি।’ 

বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত