চিন্নস্বামীতে গত পরশু একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। সৌরভ গাঙ্গুলী সামাজিক মাধ্যমে গিলের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু কোহলির কথা উল্লেখ করেননি। ভারতীয় এই ব্যাটারের নাম না বলায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সৌরভ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত পরশু প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাটের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। গিলের প্রশংসা করে সৌরভ টুইট করেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’ কোহলির নাম উল্লেখ না করায় নেটিজেনরা সৌরভকে ধুয়ে দিয়েছেন। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। তিনিও (কোহলি) ভালো খেলেছেন। কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি (সৌরভ) বলেননি। তাতে বোঝাই যাচ্ছে তার প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম। জয় প্যাটেল নামের একজন টুইট করেন, ‘আজ তো দাদা বেশ খুশি।’
বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।
চিন্নস্বামীতে গত পরশু একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। সৌরভ গাঙ্গুলী সামাজিক মাধ্যমে গিলের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু কোহলির কথা উল্লেখ করেননি। ভারতীয় এই ব্যাটারের নাম না বলায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সৌরভ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত পরশু প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাটের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। গিলের প্রশংসা করে সৌরভ টুইট করেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’ কোহলির নাম উল্লেখ না করায় নেটিজেনরা সৌরভকে ধুয়ে দিয়েছেন। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। তিনিও (কোহলি) ভালো খেলেছেন। কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি (সৌরভ) বলেননি। তাতে বোঝাই যাচ্ছে তার প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম। জয় প্যাটেল নামের একজন টুইট করেন, ‘আজ তো দাদা বেশ খুশি।’
বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১২ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৪৪ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে