নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৪ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
৩৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে