Ajker Patrika

বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অতৃপ্ত পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অতৃপ্ত পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় যেকোনো দেশের জন্য ভালো একটা প্রস্তুতি। সে হিসেবে বাংলাদেশ ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। তবে সামগ্রিক প্রস্তুতি নিয়ে খুব একটা তৃপ্ত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ২৭ রানে। ৩–২ ব্যবধানে সিরিজ জিতেছে মাহমুদউল্লাহর দল। ম্যাচে শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘ মেয়াদী যে প্রস্তুতির পরিকল্পনা করেছিল তা বাস্তবায়ন হয়নি। 

পাপন সাংবাদিকদের বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আমাদের যে পরিকল্পনা ছিল, সেটি অনুযায়ী কিছুই করতে পারিনি। যেটা অনেক দেশ করতে পেরেছে। আমাদের পরিকল্পনা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে খেলা। এ সব নিয়ে সমস্যা ছিল। প্রথম এক বছর তো ছিল করোনাধাক্কা। আমাদের প্রস্তুতি যে খুব ভালো হয়েছে, সেটা বলব না। পরিকল্পনা অনুযায়ী হয়নি।’ 

সাকিব আল হাসান শেষ ম্যাচটা খেলেননি। তবে মিরপুরে তিনি এসেছিলেন বিসিবি সভাপতির সঙ্গে দেখা করতে। সাকিব নাকি পাপনকে বলেছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুই করবে। সাকিবের এই আত্মবিশ্বাস বিসিবি সভাপতিকে আশাবাদী করেছে। তিনি বলেছেন, ‘সাকিব আমাকে বলেছে আমাদের ভালো সুযোগ আছে। সাকিব মতো খেলোয়াড় যখন বলে আমাদের ভালো সুযোগ আছে, দলের আত্মবিশ্বাস আছে, এটা গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত