ক্রাইস্টচার্চে পেস বোলিং সহায়ক উইকেটের পুরো ফায়দা নিয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসনরা। সবুজ উইকেটে গতি, সুইং আর বাউন্সে নাকাল করেছেন বাংলাদেশের ব্যাটারদের। কিউই পেসারদের তোপে প্রথম ইনিংসে আজ ১২৬ রানে অল আউট হয়েছে মুমিনুল হকের দল।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটা পেয়েছিল বাংলাদেশও। তবে সেটি ন্যূনতম কাজে লাগতে পারেনি তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা। ১১৭ রান খরচায় তাসকিন তো থেকেছেন উইকেট শূন্য। শরীফুল ও ইবাদত দুটি করে উইকেট নিলেও ছিলেন খরুচে। ওভার প্রতি চারের বেশি গড়ে ইবাদত রান দিয়েছেন দেড় শর কাছাকাছি।
টেস্ট শুরু আগে কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য এই উইকেটে পেসারদের সুবিধার কথা বলেছিলেন, ‘আমি এখনো পিচ দেখিনি। তবে এই উইকেটে পেসাররা সুবিধা পায়। এটা আমাদের সুবিধা দেবে।’ এমন উইকেটে পেসাররা সুবিধা পায় ঠিকই। তবে বাংলাদেশি পেসারদের জন্য কাজটা সহজ নয়। বোল্ট-সাউদি-জেমিসনরা আগুন ঝড়ালেও বাংলাদেশি পেসারদের ছবিটা ভিন্ন।
এর পেছনে অবশ্য শক্ত যুক্তিও আছে। বাংলাদেশের কন্ডিশনে পেস বোলাররা ভালো করার খুব বেশি সুযোগ পান না। সারা বছর চিড়িয়াখানায় আটকা বাঘকে হঠাৎ জঙ্গলে ছেড়ে দিলে সে যেমন শিকার করতে ভুলে যায়, ক্রাইস্টচার্চে সবুজ উইকেটে ইবাদত-তাসকিনদেরও অবস্থাও ঠিক তাই। বাংলাদেশের আবহাওয়াও এমন উইকেট তৈরির উপযোগী নয়। তবে পেসারদের কথা বিবেচনায় নিয়ে দেশে এর কাছাকাছি মানের উইকেটও তৈরি করা হয় না।
নিউজিল্যান্ডের মতো এমন কন্ডিশনে তাই পেসারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। টেস্ট শুরুর আগে ডমিঙ্গোও একই কথা বলেছিলেন, ‘আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। তবে খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে।’
বাংলাদেশ না পারলেও নিজেদের চেনা কন্ডিশনে প্রতিপক্ষ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন বোল্ট-সাউদিরা। গতি আর বাউন্সারে সাদমান-শান্তদের নাভিশ্বাস তুলেছেন জেমিসনও। এদিকে বোল্ট ৫ উইকেট নিয়ে কীর্তিই গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেছেন। সেটিও সবচেয়ে কম ৭৫ টেস্ট খেলে। ৩টি উইকেট নিয়েছেন সাউদি আর জেমিসনের শিকার দুটি।
এই পেস ত্রয়ীয় আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় দিন শেষে ৩৯৫ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন ইনিংস ব্যবধানে হারের মুখে।
ক্রাইস্টচার্চে পেস বোলিং সহায়ক উইকেটের পুরো ফায়দা নিয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসনরা। সবুজ উইকেটে গতি, সুইং আর বাউন্সে নাকাল করেছেন বাংলাদেশের ব্যাটারদের। কিউই পেসারদের তোপে প্রথম ইনিংসে আজ ১২৬ রানে অল আউট হয়েছে মুমিনুল হকের দল।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটা পেয়েছিল বাংলাদেশও। তবে সেটি ন্যূনতম কাজে লাগতে পারেনি তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা। ১১৭ রান খরচায় তাসকিন তো থেকেছেন উইকেট শূন্য। শরীফুল ও ইবাদত দুটি করে উইকেট নিলেও ছিলেন খরুচে। ওভার প্রতি চারের বেশি গড়ে ইবাদত রান দিয়েছেন দেড় শর কাছাকাছি।
টেস্ট শুরু আগে কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য এই উইকেটে পেসারদের সুবিধার কথা বলেছিলেন, ‘আমি এখনো পিচ দেখিনি। তবে এই উইকেটে পেসাররা সুবিধা পায়। এটা আমাদের সুবিধা দেবে।’ এমন উইকেটে পেসাররা সুবিধা পায় ঠিকই। তবে বাংলাদেশি পেসারদের জন্য কাজটা সহজ নয়। বোল্ট-সাউদি-জেমিসনরা আগুন ঝড়ালেও বাংলাদেশি পেসারদের ছবিটা ভিন্ন।
এর পেছনে অবশ্য শক্ত যুক্তিও আছে। বাংলাদেশের কন্ডিশনে পেস বোলাররা ভালো করার খুব বেশি সুযোগ পান না। সারা বছর চিড়িয়াখানায় আটকা বাঘকে হঠাৎ জঙ্গলে ছেড়ে দিলে সে যেমন শিকার করতে ভুলে যায়, ক্রাইস্টচার্চে সবুজ উইকেটে ইবাদত-তাসকিনদেরও অবস্থাও ঠিক তাই। বাংলাদেশের আবহাওয়াও এমন উইকেট তৈরির উপযোগী নয়। তবে পেসারদের কথা বিবেচনায় নিয়ে দেশে এর কাছাকাছি মানের উইকেটও তৈরি করা হয় না।
নিউজিল্যান্ডের মতো এমন কন্ডিশনে তাই পেসারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। টেস্ট শুরুর আগে ডমিঙ্গোও একই কথা বলেছিলেন, ‘আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। তবে খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে।’
বাংলাদেশ না পারলেও নিজেদের চেনা কন্ডিশনে প্রতিপক্ষ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন বোল্ট-সাউদিরা। গতি আর বাউন্সারে সাদমান-শান্তদের নাভিশ্বাস তুলেছেন জেমিসনও। এদিকে বোল্ট ৫ উইকেট নিয়ে কীর্তিই গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেছেন। সেটিও সবচেয়ে কম ৭৫ টেস্ট খেলে। ৩টি উইকেট নিয়েছেন সাউদি আর জেমিসনের শিকার দুটি।
এই পেস ত্রয়ীয় আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় দিন শেষে ৩৯৫ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন ইনিংস ব্যবধানে হারের মুখে।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৯ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১১ ঘণ্টা আগে