Ajker Patrika

একটা জয়েই ঘুরে দাঁড়াতে পারে দল, বললেন সোহান

একটা জয়েই ঘুরে দাঁড়াতে পারে দল, বললেন সোহান

বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় বাংলাদেশ দল। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। ক্যারিবীয়দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান শোনালেন আশার কথা। জয় দিয়ে ঘুঁরে দাঁড়াতে চান তাঁরা। 

সবমিলিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। সেই দুটিও ওমান ও পাপুয়া নিউগিনির মতো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে। শুধু ম্যাচ হারা নয় মাঠের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না সাকিব-মুশফিকদের। সোহান মনে করেন আবারও দল ঘুরে দাঁড়াবে, ‘অনেক দিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশ দলে খারাপ সময় আসে। কিন্তু এখান থেকে আমরা উতরে ভালো সময়ে আসতে পারি।’ 

ভালো সময়ে ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নাই। সোহানের ভাবনাও তাই, ‘আমার কাছে মনে হয় যে আমরা একটা ম্যাচের জন্য অপেক্ষা করছি। কালকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের। সবাই নিজের শতভাগ দিতে উন্মুখ হয়ে আছে।’ 

প্রতিপক্ষ যে দলই হোক সবারই লক্ষ্য থাকে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচের ফল নিজেদের দিকে আনা। আগের দুই ম্যাচ হারলেও বাংলাদেশ আগামীকালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না। এই প্রসঙ্গে সোহান বললেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কাছে গিয়েও হেরেছি। টুর্নামেন্টে টিকে থাকলে হলে আগামীকালের ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেদিকেই তাকিয়ে আছি। সত্যি বলতে বাংলাদেশ দলের হয়ে প্রতিটা ম্যাচেই সবাই জেতার জন্য নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করে। অবশ্যই আগামীকালের ম্যাচেও আমরা সেটিই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত