পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত।
পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’
বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি।
হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত।
পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’
বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি।
হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’
সিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২২ মিনিট আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
১ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
১ ঘণ্টা আগেসিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২ ঘণ্টা আগে