Ajker Patrika

বাংলাদেশকে বিধ্বস্ত করার পরও ভারতের যে ‘দুঃসংবাদ’

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৫: ৫০
বাংলাদেশকে বিধ্বস্ত করার পরও ভারতের যে ‘দুঃসংবাদ’

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত। 

পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’ 

বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। 

হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত