প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে ধসিয়ে দিয়ে বোলিংয়ে নেন ৭ উইকেট। শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থাকলেন ৫৮ রানে। দুই দিন শেষ হতেই ক্রাইস্টচার্চ টেস্টটা নিজের ৫ আলোতে আলোকিত করে ফেলেছেন ম্যাট হেনরি। প্রথম দিনেই রানের পাহাড়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে সেটাকে বাস্তবতায় রূপ দিয়েছেন কিউই ব্যাটাররা।
আর তাতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ হতেই ইনিংস হারের শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ১১৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে এই রানের সঙ্গে আরও ৩৬৬ যোগ করেছে কিউইরা। আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলাস টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৬৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চারে।
অন্যদিকে ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন টম ব্লান্ডেল। মার্কো জেনসনের বলে আউট হওয়ার আগে তাঁর ইনিংসটা নিকোলাস থেকে কিছুটা আক্রমণাত্মক ছিল। ১৩৮ বলে ১২ চারে সাজানো ইনিংসটি শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি ব্লান্ডেল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও প্রোটিয়াদের হতাশার কারণ হন হেনরি। আর তাতে প্রথম ইনিংসের লিড ধরাছোঁয়ার বাইরে চলে যায়।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা যখন শেষ হয়েছে, প্রোটিয়াদের স্কোর দেখাচ্ছে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৫৩ রানে পিছিয়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের উইকেট নিয়েছেন হেনরি। বাকি ২ উইকেট নিয়েছেন টিম সাউদি।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে ধসিয়ে দিয়ে বোলিংয়ে নেন ৭ উইকেট। শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থাকলেন ৫৮ রানে। দুই দিন শেষ হতেই ক্রাইস্টচার্চ টেস্টটা নিজের ৫ আলোতে আলোকিত করে ফেলেছেন ম্যাট হেনরি। প্রথম দিনেই রানের পাহাড়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে সেটাকে বাস্তবতায় রূপ দিয়েছেন কিউই ব্যাটাররা।
আর তাতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ হতেই ইনিংস হারের শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ১১৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে এই রানের সঙ্গে আরও ৩৬৬ যোগ করেছে কিউইরা। আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলাস টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৬৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চারে।
অন্যদিকে ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন টম ব্লান্ডেল। মার্কো জেনসনের বলে আউট হওয়ার আগে তাঁর ইনিংসটা নিকোলাস থেকে কিছুটা আক্রমণাত্মক ছিল। ১৩৮ বলে ১২ চারে সাজানো ইনিংসটি শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি ব্লান্ডেল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও প্রোটিয়াদের হতাশার কারণ হন হেনরি। আর তাতে প্রথম ইনিংসের লিড ধরাছোঁয়ার বাইরে চলে যায়।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা যখন শেষ হয়েছে, প্রোটিয়াদের স্কোর দেখাচ্ছে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৫৩ রানে পিছিয়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের উইকেট নিয়েছেন হেনরি। বাকি ২ উইকেট নিয়েছেন টিম সাউদি।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৭ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৯ ঘণ্টা আগে