Ajker Patrika

ভারতের ভরসা এখন ‘পুঁচকেরা’

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৩: ০৯
ভারতের ভরসা এখন ‘পুঁচকেরা’

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের। 

সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে। 

সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। 

‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে। 

POINT-TABLEভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে। 

তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত