পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের।
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।
সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে।
ভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের।
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।
সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে।
ভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৩ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৯ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে