Ajker Patrika

‘এবার ফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড’

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৪: ০১
‘এবার ফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড’

বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আর তা নিয়ে ভবিষ্যদ্বাণী হবে না—এমনটা হতে পারে না। ওয়ানডে বিশ্বকাপ হতে এখনো দেড় মাসের বেশি সময় বাকি থাকলেও ইতিমধ্যে জ্যোতিষবিজ্ঞানের চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে নিজেদের চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রারা। 

এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। শেষ চারে জায়গা পাবে এমন চার দলের নাম জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার। তাঁর মতে, ভারতের সঙ্গে সেমিতে এশিয়ার বাইরের তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড খেলবে।

নিজের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘নিঃসন্দেহে, ভারত। মনে করি আবার তারা বিশ্বকাপ জিততে পারে। এটি রূপকথার বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বড় তিন দল সুযোগ পেতে যাচ্ছে। এরপর বলতে চাই দক্ষিণ আফ্রিকার কথা। যদিও পাকিস্তানের খুব ভালো সুযোগ রয়েছে। তবে চতুর্থ দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই বেছে নেব।’ 

শেষ চারের নাম নিয়েই থামেননি ডি ভিলিয়ার্স। ফাইনালে কোন দুটি দল খেলবে, সেটিও জানিয়ে দিয়েছেন দ্রুততম সেঞ্চুরির মালিক। ফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে বলে জানিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ড-ভারত ফাইনাল খেলবে। যদি দল দুটি ফাইনালে উঠতে পারে তাহলে দুর্দান্ত হবে। তবে আমার খুব করে চাওয়া, আমার দক্ষিণ আফ্রিকার ছেলেরা সেখানে থাকুক।’ তাঁর এমনটা চাওয়া স্বাভাবিক। বেশ কয়েকবার সেমিতে খেলার পরও যে তাঁদের ফাইনালে ওঠা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত