দলটা দক্ষিণ আফ্রিকা বলেই আগাম আশা করা যাচ্ছিল না কোনো কিছুই। তীরে এসে কতবারই না তরী ডুবেছে তাদের। প্রোটিয়াদের নামের সঙ্গে এমনি এমনিই তো আর ‘চোকার’ শব্দটি বসেনি! সেটি আরেকবার প্রমাণিত হতে যাচ্ছিল আজ। আরেকটু হলেই যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভাঙতে বসেছিল দক্ষিণ আফ্রিকার!
শেষ পর্যন্ত সেটি হয়নি। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে প্রোটিয়ারা অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডার্কলুইস মেথড নিয়মে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সঙ্গে সুপার এইটের গ্রুপ-২ থেকে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেটিও আবার টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় বিদায় চোখ রাঙাচ্ছিল প্রোটিয়াদের। ঘরের মাটিতে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে একই কারণে শেষ চারে খেলতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব কাছে গিয়েও উঠতে পারেনি সেমিফাইনালে। এবারও যেন একই রকম ‘স্কৃপ্ট’ লিখতে বসেছিল। কিন্তু মার্কো ইয়ানসেন সেটি হতে দেননি। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫ রান। ওবেদ ম্যাককয়কে প্রথম বলেই ছয় মেরে প্রোটিয়াদের নাটকীয় জয়ের সঙ্গে শেষ চারের টিকিটটাও এনে দেন ইয়ানসেন।
আর তাতেই স্থানীয় সময় রাত ১টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের মধ্যে নেমে আসে রাজ্যের নীরবতা। এখানেই যে থেমে গেল দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইন্ডিজের এবারের অভিযান। এই ম্যাচ জিতলে উইন্ডিজের পয়েন্ট হতো দক্ষিণ আফ্রিকার সমান—৪। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ক্যারিবীয়রা উঠে যেতে সেমিতে। কিন্তু সেটি করতে পারেনি তারা। সমীকরণ সহজ করে প্রোটিয়ারা হলো গ্রুপ চ্যাম্পিয়ন। গতরাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ইংল্যান্ড হলো গ্রুপ রানার্সআপ।
আজ টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাবরাইজ শামশির ঘূর্ণিতে স্কোরটা বড় করতে পারেনি ক্যারিবীয়রা। ৮ উইকেটে করতে পারে ১৩৫ রান। সর্বোচ্চ ৫২ রান করেন রোস্টন চেজ। ৩৫ রান এসেছে ওপেনার কাইল মেয়ার্সের ব্যাট থেকে। ব্রেন্ডন কিংয়ের বদলি হিসেবে দলে এসে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সর্বোচ্চ ৩ উইকেট নেন শামসি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির মুখে পড়ে প্রোটিয়ারা। ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য লাভ হতো তাদের। বৃষ্টির আগে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু লম্বা সময়ের পর আবারও ব্যাটিং শুরু করে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বৃষ্টি আইনে ম্যাচটি নেমে আসে ১৭ ওভারে। আর প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রান।
সেই রান তাড়া করতে হিমশিম খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক এইডেন মার্করাম (১৮), ত্রিস্তান স্টাবস (২৯), হেনরিখ ক্লাসেন (২২) ও ডেভিড মিলার (৪) বিদায় নিলে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেজ। শেষদিকে ১২ বলে ১৩ রান দরকার হয়ে পড়ে প্রোটিয়াদের। তখনই আবার কেশব মহারাজকে হারায়। তবে কাগিসো রাবাদাকে নিয়ে জয়ের কাজটি সারেন ইয়ানসেন (২১*)। সেই সঙ্গে ক্যারিবীয়দের নীরবতায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে যায় সেমিফাইনালে
দলটা দক্ষিণ আফ্রিকা বলেই আগাম আশা করা যাচ্ছিল না কোনো কিছুই। তীরে এসে কতবারই না তরী ডুবেছে তাদের। প্রোটিয়াদের নামের সঙ্গে এমনি এমনিই তো আর ‘চোকার’ শব্দটি বসেনি! সেটি আরেকবার প্রমাণিত হতে যাচ্ছিল আজ। আরেকটু হলেই যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভাঙতে বসেছিল দক্ষিণ আফ্রিকার!
শেষ পর্যন্ত সেটি হয়নি। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে প্রোটিয়ারা অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডার্কলুইস মেথড নিয়মে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সঙ্গে সুপার এইটের গ্রুপ-২ থেকে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেটিও আবার টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় বিদায় চোখ রাঙাচ্ছিল প্রোটিয়াদের। ঘরের মাটিতে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে একই কারণে শেষ চারে খেলতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব কাছে গিয়েও উঠতে পারেনি সেমিফাইনালে। এবারও যেন একই রকম ‘স্কৃপ্ট’ লিখতে বসেছিল। কিন্তু মার্কো ইয়ানসেন সেটি হতে দেননি। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫ রান। ওবেদ ম্যাককয়কে প্রথম বলেই ছয় মেরে প্রোটিয়াদের নাটকীয় জয়ের সঙ্গে শেষ চারের টিকিটটাও এনে দেন ইয়ানসেন।
আর তাতেই স্থানীয় সময় রাত ১টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের মধ্যে নেমে আসে রাজ্যের নীরবতা। এখানেই যে থেমে গেল দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইন্ডিজের এবারের অভিযান। এই ম্যাচ জিতলে উইন্ডিজের পয়েন্ট হতো দক্ষিণ আফ্রিকার সমান—৪। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ক্যারিবীয়রা উঠে যেতে সেমিতে। কিন্তু সেটি করতে পারেনি তারা। সমীকরণ সহজ করে প্রোটিয়ারা হলো গ্রুপ চ্যাম্পিয়ন। গতরাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ইংল্যান্ড হলো গ্রুপ রানার্সআপ।
আজ টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাবরাইজ শামশির ঘূর্ণিতে স্কোরটা বড় করতে পারেনি ক্যারিবীয়রা। ৮ উইকেটে করতে পারে ১৩৫ রান। সর্বোচ্চ ৫২ রান করেন রোস্টন চেজ। ৩৫ রান এসেছে ওপেনার কাইল মেয়ার্সের ব্যাট থেকে। ব্রেন্ডন কিংয়ের বদলি হিসেবে দলে এসে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সর্বোচ্চ ৩ উইকেট নেন শামসি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির মুখে পড়ে প্রোটিয়ারা। ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য লাভ হতো তাদের। বৃষ্টির আগে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু লম্বা সময়ের পর আবারও ব্যাটিং শুরু করে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বৃষ্টি আইনে ম্যাচটি নেমে আসে ১৭ ওভারে। আর প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রান।
সেই রান তাড়া করতে হিমশিম খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক এইডেন মার্করাম (১৮), ত্রিস্তান স্টাবস (২৯), হেনরিখ ক্লাসেন (২২) ও ডেভিড মিলার (৪) বিদায় নিলে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেজ। শেষদিকে ১২ বলে ১৩ রান দরকার হয়ে পড়ে প্রোটিয়াদের। তখনই আবার কেশব মহারাজকে হারায়। তবে কাগিসো রাবাদাকে নিয়ে জয়ের কাজটি সারেন ইয়ানসেন (২১*)। সেই সঙ্গে ক্যারিবীয়দের নীরবতায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে যায় সেমিফাইনালে
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২১ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে