Ajker Patrika

চার বছর আগে সাকিবকে নিয়ে মাশরাফির ভবিষ্যদ্বাণীই ঠিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬: ২৮
চার বছর আগে সাকিবকে নিয়ে মাশরাফির ভবিষ্যদ্বাণীই ঠিক

চার বছর আগে মাশরাফি বিন মুর্তজার সেই ভবিষ্যদ্বাণী আজ বাস্তবে রূপ নিল। রসিকতা করে সমর্থকেরা মাশরাফিকে এখন ‘গণক’ তকমা দিলেও ভুল হবে না। ২০১৯ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের ইতিহাসসেরা অধিনায়ক ওই রকমই এক বার্তা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যেটি আজ মিলে গেল। 

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাকিবকে ওয়ানডের নতুন অধিনায়ক করার ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব যে অধিনায়ক হবেন, এই বার্তাই চার বছর আগে দিয়েছিলেন মাশরাফি। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এই পেসার। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় ওই বছরের ২৯ অক্টোবর সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। 

সাকিবকে নিয়ে মাশরাফির করা সেই পোস্টওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দূরদর্শী মাশরাফি বার্তা দিয়েছিলেন, সাকিবের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। ফাইনালের ব্যাপারটি একটু পরের হিসাব। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। 

অথচ কদিন আগেও ওয়ানডে বিশ্বকাপে সাকিব অধিনায়ক হবেন—এমন কোনো আলোচনা ছিল না। হঠাৎ তামিম ইকবালের নেতৃত্ব ছেড়ে দেওয়া। সেদিক থেকে মাশরাফি যেন দিনক্ষণ বুঝলেন চার বছর আগে। সাকিবকে নিয়ে মাশরাফি সেদিন লিখেছিলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনাল খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত