Ajker Patrika

এখনো নিউজিল্যান্ডের আশা দেখছেন সাবেকেরা

এখনো নিউজিল্যান্ডের আশা দেখছেন সাবেকেরা

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম চার দিন শেষে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ১৩০ রানের লিড নেওয়ার পর দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছেন বাংলাদেশের বোলাররা। ১৭ রানের লিড নিতেই কিউইরা হারিয়েছে ৫ উইকেট। তবু শেষ দিনে ম্যাচের ফল হতে পারে যেকোনো কিছু মনে করছেন সাবেক কিউই ক্রিকেটাররা। 

সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম তো এই টেস্টকে চাপ সামলানোর টেস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। ম্যাককালামের মতে যে দল শেষপর্যন্ত চাপ সামলাতে পারবে তারাই শেষ হাসি হাসবে। তিনি বলেছেন, ‘উইকেট এখনো খুব বেশি ভাঙেনি। এখন পর্যন্ত এই উইকেটে ব্যাটিং করা সহজ মনে হচ্ছে। চাপ সামলানোর ওপর নির্ভর করবে ম্যাচের ফল।’ 

আরেক সাবেক কিউই ক্রিকেটার ক্রেগ ম্যাকমিলানও চতুর্থদিনে বাংলাদেশের পারফরম্যান্সকে বড় করে দেখছেন না। বিশেষ করে বাংলাদেশের রিভিউ নেওয়ার বিষয়টি অবাক করেছে সাবেক এই কিউই ওপেনারকে। তিনি মনে করেন আপাতদৃষ্টিতে দিনটি আদর্শ মনে হলেও রিভিউ ও ফিল্ডিংয়ের দিক থেকে বাংলাদেশ ছিল গড়পড়তা, ‘বাংলাদেশ সারা দিনে প্রায় সব সিদ্ধান্তই সঠিক নিয়েছে। কিন্তু তারা রিভিউয়ে কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। তিনটি রিভিউই হারিয়েছে। পঞ্চম দিনে এটা কী প্রভাব ফেলবে সেটিই দেখার বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত