নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের বাইরে থাকা দুজন ক্রিকেটারকে নিয়ে চলছে জোর আলোচনা। একজন মাহমুদউল্লাহ, আরেকজন আফিফ হোসেন। আফিফ বাদ পড়েছেন গত মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আফিফকে চেহারা দেখে বাদ দেওয়া হয়নি।’
কোচের কথায় কতটা ধাক্কা খেয়েছেন আফিফ, আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনাল শেষে জিজ্ঞেস করলে কোনো মন্তব্য করতে রাজি হননি ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তবে গত তিন-চার বছরে যিনি সাদা বলে বেশ নিয়মিত হয়ে উঠেছিলেন, আফিফ এক সিরিজে খারাপ করেই বাদ পড়াটা কতটা ‘অবিচার’ মনে করেছেন? এ প্রশ্নে সাংবাদিকদের তিনি বলছেন, ‘জানি না ভাই। আপনাদের (সংবাদমাধ্যমের) মনে হলে হয়, আপনাদের মনে না হলে হয় না। আমার কিছু বলার নেই।’
তবে আফিফ এটি পরিষ্কার জানালেন, তিনি সব সময় ওপরে ব্যাটিং করতে পছন্দ করেন। জাতীয় দলে অবশ্য খুব একটা ওপরে ব্যাটিংয়ের সুযোগ নেই। মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারেই তাঁর ব্যাটিং পজিশন। তবে আবাহনীর হয়ে এবারের ডিপিএলে দারুণ কিছু ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিও।
আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়ে আফিফ বলছেন, ‘চ্যাম্পিয়ন হতে তো সবারই (অবদান) ভালো লাগে। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের ওপেনার দুজন পুরো টুর্নামেন্ট ভালো শুরু এনে দিয়েছে। যে কারণে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছে। আর মিডল অর্ডারে আমাদের মোটামুটি সব ব্যাটারই ছন্দে ছিল। সে জন্য শিরোপা জেতা সম্ভব হয়েছে।’
ডিপিএলে খেলার আগে জাতীয় দলের পারফরম্যান্স কিংবা সামনে ‘এ’ দলের সিরিজ—স্বল্পভাষী আফিফ পেছনে-সামনের কোনো সিরিজ নিয়েই মন্তব্য করতে চাইলেন না। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে সামনের বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়ে শুধু বললেন, ‘‘দুই দিন পর খেলা (‘এ’ দলের)। তখন দেখা যাবে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আমি শুধু বর্তমানে থাকতে চাই।’’
জাতীয় দল সব ক্রিকেটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফিফের কাছেও নিশ্চয়ই তা-ই। এ বিষয়েও আফিফের একই কথা, ‘আমি শুধু বর্তমানে থাকতে চাই। সামনে কী হবে, আমার বিষয় নয়।’
জাতীয় দলের বাইরে থাকা দুজন ক্রিকেটারকে নিয়ে চলছে জোর আলোচনা। একজন মাহমুদউল্লাহ, আরেকজন আফিফ হোসেন। আফিফ বাদ পড়েছেন গত মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আফিফকে চেহারা দেখে বাদ দেওয়া হয়নি।’
কোচের কথায় কতটা ধাক্কা খেয়েছেন আফিফ, আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনাল শেষে জিজ্ঞেস করলে কোনো মন্তব্য করতে রাজি হননি ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তবে গত তিন-চার বছরে যিনি সাদা বলে বেশ নিয়মিত হয়ে উঠেছিলেন, আফিফ এক সিরিজে খারাপ করেই বাদ পড়াটা কতটা ‘অবিচার’ মনে করেছেন? এ প্রশ্নে সাংবাদিকদের তিনি বলছেন, ‘জানি না ভাই। আপনাদের (সংবাদমাধ্যমের) মনে হলে হয়, আপনাদের মনে না হলে হয় না। আমার কিছু বলার নেই।’
তবে আফিফ এটি পরিষ্কার জানালেন, তিনি সব সময় ওপরে ব্যাটিং করতে পছন্দ করেন। জাতীয় দলে অবশ্য খুব একটা ওপরে ব্যাটিংয়ের সুযোগ নেই। মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারেই তাঁর ব্যাটিং পজিশন। তবে আবাহনীর হয়ে এবারের ডিপিএলে দারুণ কিছু ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিও।
আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়ে আফিফ বলছেন, ‘চ্যাম্পিয়ন হতে তো সবারই (অবদান) ভালো লাগে। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের ওপেনার দুজন পুরো টুর্নামেন্ট ভালো শুরু এনে দিয়েছে। যে কারণে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছে। আর মিডল অর্ডারে আমাদের মোটামুটি সব ব্যাটারই ছন্দে ছিল। সে জন্য শিরোপা জেতা সম্ভব হয়েছে।’
ডিপিএলে খেলার আগে জাতীয় দলের পারফরম্যান্স কিংবা সামনে ‘এ’ দলের সিরিজ—স্বল্পভাষী আফিফ পেছনে-সামনের কোনো সিরিজ নিয়েই মন্তব্য করতে চাইলেন না। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে সামনের বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়ে শুধু বললেন, ‘‘দুই দিন পর খেলা (‘এ’ দলের)। তখন দেখা যাবে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আমি শুধু বর্তমানে থাকতে চাই।’’
জাতীয় দল সব ক্রিকেটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফিফের কাছেও নিশ্চয়ই তা-ই। এ বিষয়েও আফিফের একই কথা, ‘আমি শুধু বর্তমানে থাকতে চাই। সামনে কী হবে, আমার বিষয় নয়।’
বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৪ ঘণ্টা আগেখেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
৪ ঘণ্টা আগে