এ বছরের ফেব্রুয়ারিতে রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে রেখে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির দেওয়া প্রস্তাব নাকচ করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় হেরাথের। বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচকে এবার নিয়েছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। সেদিন গ্রেটার নয়ডায় সিরিজের একমাত্র টেস্টে নিউজিল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেরাথকে তাদের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। হেরাথকে আপাতত তিন ম্যাচের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মূলত সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হচ্ছেন। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো দায়িত্ব নেওয়ার আগে নিউজিল্যান্ড ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।
তিন ম্যাচের দায়িত্বে থাকা হেরাথকে ডাগআউটে থাকতে হচ্ছে নিজ দলের বিপক্ষেও। ১৮ সেপ্টেম্বর গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই শ্রীলঙ্কার হয়েই টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
হেরাথের মতো বিক্রম রাঠোরকেও নেওয়ার কথা এনজেডসি আজ নিশ্চিত করেছে। তবে রাঠোর আপাতত থাকবেন এক টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাপোর্টিং স্টাফ হিসেবে থাকছেন তিনি। হেরাথ-রাঠোরকে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে নেওয়ার পর নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘রঙ্গনা-বিক্রমকে আমাদের টেস্ট দলে নিতে পেরে খুবই উচ্ছ্বসিত। বিশ্ব ক্রিকেটে দুজন অনেক সম্মানিত ব্যক্তি। আমাদের খেলোয়াড়েরাও তাদের থেকে শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ যেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতের ব্যাটিং কোচ হিসেবে রাঠোরের থাকার মেয়াদ শেষ হয়ে যায়।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসাবে স্পিন কোচ হিসেবে হেরাথকে বিসিবি এবছরের শুরুতে যে প্রস্তাব দিয়েছিল, সেটা হলো জাতীয় দলের বাইরেও তাঁকে কাজ করতে হবে আর কাজ হবে দিনভিত্তিক। এমন প্রস্তাব না করে দেওয়ায় তখনই বিসিবির হয়ে হেরাথের পথচলা শেষ হয়ে যায়।
এ বছরের ফেব্রুয়ারিতে রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে রেখে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির দেওয়া প্রস্তাব নাকচ করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় হেরাথের। বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচকে এবার নিয়েছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। সেদিন গ্রেটার নয়ডায় সিরিজের একমাত্র টেস্টে নিউজিল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেরাথকে তাদের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। হেরাথকে আপাতত তিন ম্যাচের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মূলত সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হচ্ছেন। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো দায়িত্ব নেওয়ার আগে নিউজিল্যান্ড ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।
তিন ম্যাচের দায়িত্বে থাকা হেরাথকে ডাগআউটে থাকতে হচ্ছে নিজ দলের বিপক্ষেও। ১৮ সেপ্টেম্বর গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই শ্রীলঙ্কার হয়েই টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
হেরাথের মতো বিক্রম রাঠোরকেও নেওয়ার কথা এনজেডসি আজ নিশ্চিত করেছে। তবে রাঠোর আপাতত থাকবেন এক টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাপোর্টিং স্টাফ হিসেবে থাকছেন তিনি। হেরাথ-রাঠোরকে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে নেওয়ার পর নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘রঙ্গনা-বিক্রমকে আমাদের টেস্ট দলে নিতে পেরে খুবই উচ্ছ্বসিত। বিশ্ব ক্রিকেটে দুজন অনেক সম্মানিত ব্যক্তি। আমাদের খেলোয়াড়েরাও তাদের থেকে শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ যেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতের ব্যাটিং কোচ হিসেবে রাঠোরের থাকার মেয়াদ শেষ হয়ে যায়।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসাবে স্পিন কোচ হিসেবে হেরাথকে বিসিবি এবছরের শুরুতে যে প্রস্তাব দিয়েছিল, সেটা হলো জাতীয় দলের বাইরেও তাঁকে কাজ করতে হবে আর কাজ হবে দিনভিত্তিক। এমন প্রস্তাব না করে দেওয়ায় তখনই বিসিবির হয়ে হেরাথের পথচলা শেষ হয়ে যায়।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১১ মিনিট আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৪ ঘণ্টা আগে