বাংলাদেশের পেস বোলিং বিভাগের অন্যতম বড় অস্ত্র তাসকিন আহমেদ। কদিন আগে সেন্ট লুসিয়া টেস্টের সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন। ওই টেস্ট সিরিজে তাসকিন অবশ্য দলে ছিলেন না। তবু কথা প্রসঙ্গে তাসকিনের উদাহরণ দিয়েছেন সাকিব। তাসকিনের কাছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রত্যাশাও একটু বেশি।
চোট কাটিয়ে প্রায় তিন মাস পর জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তাসকিন। আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। এ দুই সিরিজ সামনে রেখে গতকাল সেন্ট লুসিয়ায় দলীয় অনুশীলনে তাসকিন কাজ করেছেন ডোনাল্ডের সঙ্গে। সেখানে ডোনাল্ড তাঁকে গতি আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন।
অনুশীলন শেষে তাসকিন জানালেন কী নিয়ে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। তাসকিন বলেন, ‘ম্যাচে আমার ভূমিকাটা কী হবে, ওটাই কোচ বোঝাতে চাইছিলেন। তিনি বলেছেন, “তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা। এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না।”’
বদলে যাওয়া তাসকিনের তূণে সবচেয়ে বড় দুই অস্ত্রই তো এই গতি আর আগ্রাসন। তাই ছন্দ ধরে রাখতে পারলে কাজটা তাঁর জন্য কঠিন হবে না। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে খুবই ভালো লাগল যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং—সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, এরপর যখন শুরু করলাম, সবকিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’
বাংলাদেশের পেস বোলিং বিভাগের অন্যতম বড় অস্ত্র তাসকিন আহমেদ। কদিন আগে সেন্ট লুসিয়া টেস্টের সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন। ওই টেস্ট সিরিজে তাসকিন অবশ্য দলে ছিলেন না। তবু কথা প্রসঙ্গে তাসকিনের উদাহরণ দিয়েছেন সাকিব। তাসকিনের কাছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রত্যাশাও একটু বেশি।
চোট কাটিয়ে প্রায় তিন মাস পর জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তাসকিন। আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। এ দুই সিরিজ সামনে রেখে গতকাল সেন্ট লুসিয়ায় দলীয় অনুশীলনে তাসকিন কাজ করেছেন ডোনাল্ডের সঙ্গে। সেখানে ডোনাল্ড তাঁকে গতি আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন।
অনুশীলন শেষে তাসকিন জানালেন কী নিয়ে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। তাসকিন বলেন, ‘ম্যাচে আমার ভূমিকাটা কী হবে, ওটাই কোচ বোঝাতে চাইছিলেন। তিনি বলেছেন, “তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা। এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না।”’
বদলে যাওয়া তাসকিনের তূণে সবচেয়ে বড় দুই অস্ত্রই তো এই গতি আর আগ্রাসন। তাই ছন্দ ধরে রাখতে পারলে কাজটা তাঁর জন্য কঠিন হবে না। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে খুবই ভালো লাগল যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং—সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, এরপর যখন শুরু করলাম, সবকিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৯ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে