টেস্টে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান শচীন টেন্ডুলকারের। যে রেকর্ডটি অজেয়ই থাকবে বলে মতামত অনেক ক্রিকেট পণ্ডিতেরই।
যাঁরা বলছেন রেকর্ডটি অমর হয়ে থাকবে, তাঁদের যুক্তি, টি-টোয়েন্টি দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণে দ্বিপক্ষীয় সিরিজে এই সংস্করণের খেলা রাখতে গিয়ে কোপ পড়ছে টেস্টের ওপর। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ার প্রলম্বিত করতে প্রয়োজন ফুরানোর আগেই টেস্ট ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে ক্রিকেটারদের মধ্যে। আন্তর্জাতিক ঘিঞ্জি সূচির কারণেও ক্লান্তি এড়াতে বেছে বেছে সিরিজ খেলার একটা সুযোগ বিভিন্ন বোর্ড করে দিচ্ছে তাদের ক্রিকেটারদের। তাই ব্যাটার যতই প্রতিভাবান কিংবা ধারাবাহিক হোক না কেন, কাছাকাছি ১৬ হাজার টেস্ট রান করার মতো ম্যাচ খেলার ধৈর্য, বয়স কিংবা সুযোগ তাঁর থাকবে কি!
সব মিলিয়ে শচীনের টেস্ট রানকে টপকে যাওয়াটা শুধু কঠিনই নয়, খুব বেশি কঠিন। সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটারদের তালিকাটার দিকেই দেখা যাক না, ১০ হাজার রান পাওয়া ব্যাটারের সংখ্যা ১৪। এর মধ্যে একজনই আছেন, যিনি এখনো ক্রিকেট খেলছেন। তিনি হলেন জো রুট। ইংলিশ এই রুটকে নিয়েই রিকি পন্টিংয়ের বাজি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলছেন, একদিন রুটই ভেঙে ফেলবেন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড।
আইসিসির রিভিউ অনুষ্ঠানে পন্টিং বললেন, ‘সে সম্ভবত এটা করতে পারবে। তার বয়স ৩৩ বছর...পিছিয়ে ৩ হাজার রানে। (শচীনের) রেকর্ড ভাঙাটা নির্ভর করবে ইংল্যান্ড বছরে কতটা টেস্টে খেলবে তার ওপর। যদি বছরে ১০ থেকে ১৪টা টেস্ট খেলে, আর ৮০০ থেকে ১০০০ রান করতে পারে, তাহলে তিন থেকে চার বছরেই লক্ষ্যে পৌঁছে যাবে। সে জন্য তাকে ৩৭ বছর পর্যন্ত খেলতে হবে।’
১৫ হাজার ৯২১ রান করতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছে ২০০ টেস্ট। ভারতীয় ব্যাটিং মাস্টারের ক্যারিয়ার গড় ৫৩.৭৯। আর জো রুট ১৪৩ টেস্টে করেছেন ১২ হাজার ২৭ রান। তাঁর ব্যাটিং গড়ও পঞ্চাশের ওপরে—৫০.১১। ১৪৩ টেস্টে কিন্তু টেন্ডুলকারের রান ছিল ১১ হাজার ৩৬৬, যা রুটের চেয়ে ৬৬১ রান কম।
টেন্ডুলকারের রানের রেকর্ড ভাঙার জন্য পন্টিংয়ের রুটকে বাছাইয়ের কারণ, ইংলিশ ব্যাটারের অসম্ভব রানক্ষুধা এবং চমৎকার ধারাবাহিকতা। পন্টিং বলছেন, ‘যদি সে তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে।’
টেস্টে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান শচীন টেন্ডুলকারের। যে রেকর্ডটি অজেয়ই থাকবে বলে মতামত অনেক ক্রিকেট পণ্ডিতেরই।
যাঁরা বলছেন রেকর্ডটি অমর হয়ে থাকবে, তাঁদের যুক্তি, টি-টোয়েন্টি দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণে দ্বিপক্ষীয় সিরিজে এই সংস্করণের খেলা রাখতে গিয়ে কোপ পড়ছে টেস্টের ওপর। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ার প্রলম্বিত করতে প্রয়োজন ফুরানোর আগেই টেস্ট ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে ক্রিকেটারদের মধ্যে। আন্তর্জাতিক ঘিঞ্জি সূচির কারণেও ক্লান্তি এড়াতে বেছে বেছে সিরিজ খেলার একটা সুযোগ বিভিন্ন বোর্ড করে দিচ্ছে তাদের ক্রিকেটারদের। তাই ব্যাটার যতই প্রতিভাবান কিংবা ধারাবাহিক হোক না কেন, কাছাকাছি ১৬ হাজার টেস্ট রান করার মতো ম্যাচ খেলার ধৈর্য, বয়স কিংবা সুযোগ তাঁর থাকবে কি!
সব মিলিয়ে শচীনের টেস্ট রানকে টপকে যাওয়াটা শুধু কঠিনই নয়, খুব বেশি কঠিন। সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটারদের তালিকাটার দিকেই দেখা যাক না, ১০ হাজার রান পাওয়া ব্যাটারের সংখ্যা ১৪। এর মধ্যে একজনই আছেন, যিনি এখনো ক্রিকেট খেলছেন। তিনি হলেন জো রুট। ইংলিশ এই রুটকে নিয়েই রিকি পন্টিংয়ের বাজি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলছেন, একদিন রুটই ভেঙে ফেলবেন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড।
আইসিসির রিভিউ অনুষ্ঠানে পন্টিং বললেন, ‘সে সম্ভবত এটা করতে পারবে। তার বয়স ৩৩ বছর...পিছিয়ে ৩ হাজার রানে। (শচীনের) রেকর্ড ভাঙাটা নির্ভর করবে ইংল্যান্ড বছরে কতটা টেস্টে খেলবে তার ওপর। যদি বছরে ১০ থেকে ১৪টা টেস্ট খেলে, আর ৮০০ থেকে ১০০০ রান করতে পারে, তাহলে তিন থেকে চার বছরেই লক্ষ্যে পৌঁছে যাবে। সে জন্য তাকে ৩৭ বছর পর্যন্ত খেলতে হবে।’
১৫ হাজার ৯২১ রান করতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছে ২০০ টেস্ট। ভারতীয় ব্যাটিং মাস্টারের ক্যারিয়ার গড় ৫৩.৭৯। আর জো রুট ১৪৩ টেস্টে করেছেন ১২ হাজার ২৭ রান। তাঁর ব্যাটিং গড়ও পঞ্চাশের ওপরে—৫০.১১। ১৪৩ টেস্টে কিন্তু টেন্ডুলকারের রান ছিল ১১ হাজার ৩৬৬, যা রুটের চেয়ে ৬৬১ রান কম।
টেন্ডুলকারের রানের রেকর্ড ভাঙার জন্য পন্টিংয়ের রুটকে বাছাইয়ের কারণ, ইংলিশ ব্যাটারের অসম্ভব রানক্ষুধা এবং চমৎকার ধারাবাহিকতা। পন্টিং বলছেন, ‘যদি সে তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৬ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে