Ajker Patrika

তামিম-নাঈমের ব্যাটে বাংলাদেশের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৬: ৫৭
তামিম-নাঈমের ব্যাটে বাংলাদেশের দুর্দান্ত জয়

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ নাঈমের অসাধারণ ব্যাটিংয়ে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। 

এর আগে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিল বাংলাদেশ। ৪৬ ওভারে ১২৬ রানেই ওমানকে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। পেসার সাকিব ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মাহমুদুল হাসান জয় ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। 

ওমানের ৭ ব্যাটারকে দুই অঙ্কের ঘরেও যেতে দেননি সাকিব-রাকিবুলরা। মিডল অর্ডার ব্যাটার আইয়ান খান সর্বোচ্চ ২৬ রান করেছেন। শুভ পালের ব্যাট থেকে আসে ২৫ ও শোয়েব খান করেন ২৩ রান। যার সৌজন্যে রানটা ১০০ ছাড়ায়। 

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। নাঈম ও তামিম ওপেনিং জুটিতেই ১৪.২ ওভারে তোলেন ১০৯ রান। ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আকিব ইলিয়াসের শিকার হন তামিম। ১১টি চার ও দুটি ছক্কা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটারের ইনিংসে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। 

তামিমের পর অধিনায়ক সাইফ হাসানকে রানের খাতাই খুলতে দেননি ইলিয়াস। তবে তৃতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে জয় নিশ্চিত করেন নাঈম। ৪১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন এই নাঈম। ১১ রান করেন জাকির। 

ওমানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ইমার্জিং দল। টানা দুই ম্যাচে হেরে ওমানের সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে। শেষ ম্যাচে তাঁরা খেলবেন স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত