ভারতের রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন। তবে কোচিং স্টাফে থাকছেন না রাসেল ডমিঙ্গো ৷
এ মাসে দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে কাজ করার কথা ছিল ডমিঙ্গোর ৷ সিরিজটা স্থগিত হলে বিসিবি দ্রুতই ভারত সফরের ব্যবস্থা করায় বাংলাদেশ দলের প্রোটিয়া কোচের ছুটি বাড়ছে। তিনি আপাতত আসছেন না বাংলাদেশে। এই সিরিজে বিসিবি একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল, তালহা জুবায়ের, রাজিন সালেহদের মতো স্থানীয় কোচরা ৷
ভারত সফরে দলের নাম ‘বিসিবি একাদশ’ হলেও আদতে এটিই ‘এ’ দল ৷ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আছেন এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও। বিসিবি একাদশ চেন্নাইয়ে রওনা দেবে আগামী ৯ অক্টোবর। ফিরবে ১ নভেম্বর।
চার দিনের ম্যাচের দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুদ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
সিরিজের সময়সূচি
১২-১৫ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
১৯-২২ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
২৭ অক্টোবর—প্রথম ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
২৯ অক্টোবর—দ্বিতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
৩১ অক্টোবর—তৃতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
ভারতের রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন। তবে কোচিং স্টাফে থাকছেন না রাসেল ডমিঙ্গো ৷
এ মাসে দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে কাজ করার কথা ছিল ডমিঙ্গোর ৷ সিরিজটা স্থগিত হলে বিসিবি দ্রুতই ভারত সফরের ব্যবস্থা করায় বাংলাদেশ দলের প্রোটিয়া কোচের ছুটি বাড়ছে। তিনি আপাতত আসছেন না বাংলাদেশে। এই সিরিজে বিসিবি একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল, তালহা জুবায়ের, রাজিন সালেহদের মতো স্থানীয় কোচরা ৷
ভারত সফরে দলের নাম ‘বিসিবি একাদশ’ হলেও আদতে এটিই ‘এ’ দল ৷ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আছেন এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও। বিসিবি একাদশ চেন্নাইয়ে রওনা দেবে আগামী ৯ অক্টোবর। ফিরবে ১ নভেম্বর।
চার দিনের ম্যাচের দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুদ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
সিরিজের সময়সূচি
১২-১৫ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
১৯-২২ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
২৭ অক্টোবর—প্রথম ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
২৯ অক্টোবর—দ্বিতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
৩১ অক্টোবর—তৃতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে