Ajker Patrika

চট্টগ্রামে টিকিটের বিক্রি নেই, হতাশ ব্যবসায়ীরাও

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি 
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৪: ১৪
চট্টগ্রামে টিকিটের বিক্রি নেই, হতাশ ব্যবসায়ীরাও

বেলা সাড়ে ১১টা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের শেষ খেলা শুরু হওয়ার তখনো এক ঘণ্টা বাকি। স্টেডিয়ামের অদূরে একমাত্র বিটেক টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেল, আশপাশ পুরোটাই ফাঁকা। কিছুক্ষণ পর চোখে পড়ল, এক যুবক টিকিট বিক্রি করতে হাঁকডাক দিচ্ছেন।

কাছে গিয়ে জানতে চাইলে হালিশহর থেকে খেলা দেখতে আসা আব্দুল্লাহ নামের এই যুবক জানান, বন্ধুসহ খেলা দেখতে ৩০০ টাকা দামের দুটি টিকিট কিনেছেন। তবে বাংলাদেশ প্রথম দুই ওয়ানডেতে ভালো খেলতে পারেনি বলে তাঁর বন্ধু খেলা দেখতে আসবেন না। অর্ধেক দামে তাই টিকিট বিক্রি করে দিতে চাচ্ছেন। তবে ক্রেতা পাচ্ছেন না। যদিও টিকিট কাউন্টার থেকে জানানো হয়েছে টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করছে, তবে দেখা নেই দর্শকের। গ্যালারি প্রায় পুরোটাই ফাঁকা পড়ে আছে। টিকিট কাউন্টার থেকে তাই ক্ষণে ক্ষণে মাইকিং করার পরও কোনো ক্রেতা দেখা যাচ্ছে না।

এদিকে দর্শকখরার প্রভাব পড়েছে স্টেডিয়ামের আশপাশের খুদে ব্যবসায়ীদের ওপরও। দর্শক না থাকায় অলস বসে আছেন পতাকা-স্টিকার বিক্রেতারা। ভাড়া পাচ্ছেন না রিকশাচালকেরাও। অথচ অন্য সময় স্টেডিয়াম পাড়া মুখরিত থাকত হাজার হাজার সমর্থকদের পদচারণে। কিছুক্ষণ পরপর ব্যানার, জার্সি আর পতাকা নিয়ে মিছিলে মিছিলে স্টেডিয়ামে আসতে দেখা যেত দর্শকদের। এবার কান পাতলে শুধুই রাজ্যের নীরবতা, নেই কোনো স্লোগান, নেই উচ্ছ্বাস-উল্লাস।

ঢাকা থেকে এসেছেন খুদে পতাকা ব্যবসায়ী আইনুল হক। তিনি বললেন, ‘ঢাকা থেকে এসেছি। কোনো বেচাবিক্রি নেই। দাম কমিয়ে বলার পরও কেউ কিনছেন না। এখন পর্যন্ত (বেলা ১১টা ৪৫) মাত্র ১২০ টাকার বিক্রি হয়েছে।’ তিনি আরও বলেন, বিপিএলে অনেক ভালো বেচাকেনা হয়েছে। বাংলাদেশ খারাপ খেলায় দর্শকেরা খেলা দেখতে আসছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত