Ajker Patrika

১০০ রানও করতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৩: ০২
১০০ রানও করতে পারল না বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হতাশার ব্যাটিং। প্রথম ম্যাচের চেয়ে এবার ২ রান বেশি করেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজেদের স্পিন ফাঁদে পড়ে ৯৭ রানেই অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

রাতে হয়েছিল বৃষ্টি, আউটফিল্ড ছিল কিছুটা ভেজা। তাই স্পিন-সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সোফি মোলিনাক্স-জর্জিয়া ওয়ারেহ্যামদের ঘূর্ণিতে নাকাল হয়েছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। 

দারুণ ছন্দে থাকা মোলিনাক্স প্রথম ম্যাচে ছিলেন না অস্ট্রেলিয়ার একাদশে। আজ সুযোগ পেয়ে ১০ ওভারে ১০ রান খরচে নিয়েছেন ৩টি উইকেট। ১.০০ ইকোনমির সঙ্গে ৫ ওভার মেডেন। অসাধারণ বোলিং করেছেন অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও ওয়ারেহ্যাম। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট। 

এই ম্যাচেও বাংলাদেশের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২২ রান এসেছে টেলএন্ডার নাহিদা আক্তারের ব্যাট থেকে। মিডল অর্ডারে ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি করেছেন ১০ রান। বাংলাদেশের স্কোরটা ১০০ ছুঁই ছুঁই হতে অস্ট্রেলিয়ার বোলার আর ফিল্ডারদের অবদানও ছিল বেশ—অতিরিক্ত দিয়েছেন তাঁরা ২০ রান। এর মধ্যে ছিল ১৫টি ওয়াইড। 

শুরুতে উইকেট পেতে অজি বোলারদের একটু দেরিই হয়েছিল। ওপেনিং জুটিতে ফারজানা হক পিংকি ও সোবহানা মোস্তারি তোলেন ১৭ রান। নবম ওভারে সোবহানাকে ফিরিয়ে অজিদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার মেগান শাট। ২০ বলে ৩ রান করেছেন সোবহানা। ১৬তম ওভারে মোলিনাক্স ফেরান আরেক ওপেনার ফারজানাকে। লম্বা সময় উইকেটে থেকেও ফেরেন ৭ রানে। এর জন্য খেলেছেন ৫২টি বল। 

তারপর মুরশিদা খাতুনকে ৫ রানে গার্ডনার আর ১ রানে জ্যোতিকে ফেরান মোলিনাক্স। পঞ্চম উইকেটে রিতু ও ফাহিমা ২৫ রানের একটি জুটি গড়েন। এরপর আবার ধস। ১০ম উইকেটে মারুফা আক্তারকে সঙ্গে নিয়ে নাহিদার ২০ রানের আরেকটি জুটিতে স্কোরটা ৪৪.১ ওভারে ৯৭ রানে থামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত