নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন ব্যাটিং অনুশীলন করতে। অথচ কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তাঁর ম্যাচ। সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুরের ম্যাচে সাকিবকে ব্যাটিংয়েই নামতে দেখা গেল না।
ব্যাটিংবান্ধব উইকেটে রংপুর টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৮৩ রান। বড় স্কোর গড়লেও তাদের হারাতে হয়েছে ৮ উইকেট। ডেথ ওভারে ৮ রানের মধ্যে ৩ উইকেট গেছে রংপুরের—তবু সাকিব ব্যাট হাতে নামেননি।
গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আটে নেমেছিলেন। করেছিলেন ২ রান। আজ ব্যাটিংই করলেন না। ব্যাটিং থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণটা অনুমেয়—তাঁর চোখের সমস্যা। বাঁহাতি অলরাউন্ডার বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এ সমস্যা নিয়ে তাঁর বোলিংসেবা পেলেও আপাতত রংপুরকে ব্যাটিংসেবা দেওয়া কঠিন। গতকাল ম্যাচ শেষে রংপুর কোচ সোহেল ইসলাম সাকিবের ব্যাটিং নিয়ে বলেছিলেন, ‘অনেক দিন সে ছিল না। সবাই জানেন, (সাকিবের) চোখের সমস্যা আছে। এখান থেকে বোলিং করা যায়। ব্যাটিং করতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে। ওই প্রস্তুতি সে নিতে পারেনি...কাল (আজ) অতিরিক্ত অনুশীলন করা যায়, দ্রুত ছন্দে ফিরতে পারে, সে চেষ্টাই করছে।’
আজ সেই অতিরিক্ত অনুশীলন করতে এসেছিলেন সাকিব। তবে ব্যাটিং করার মতো অবস্থায় যে তিনি আসতে পারেননি, সেটি বোঝাই গেল। সোহেলের বিশ্বাস, কিছু সময় পেলে সাকিব আগের জায়গায় ফিরতে পারবেন, ‘ওকে কিছু সময় দিতে হবে। কিছুদিন, কিছু সেশন গেলে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
সাকিবের মতো ফিটনেস সমস্যায় আছেন মাশরাফি বিন মর্তুজাও। ভালো ফিটনেস না থাকার পরও খেলা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মাশরাফিকে নিয়ে।
সাকিব আল হাসান আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন ব্যাটিং অনুশীলন করতে। অথচ কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তাঁর ম্যাচ। সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুরের ম্যাচে সাকিবকে ব্যাটিংয়েই নামতে দেখা গেল না।
ব্যাটিংবান্ধব উইকেটে রংপুর টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৮৩ রান। বড় স্কোর গড়লেও তাদের হারাতে হয়েছে ৮ উইকেট। ডেথ ওভারে ৮ রানের মধ্যে ৩ উইকেট গেছে রংপুরের—তবু সাকিব ব্যাট হাতে নামেননি।
গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আটে নেমেছিলেন। করেছিলেন ২ রান। আজ ব্যাটিংই করলেন না। ব্যাটিং থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণটা অনুমেয়—তাঁর চোখের সমস্যা। বাঁহাতি অলরাউন্ডার বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এ সমস্যা নিয়ে তাঁর বোলিংসেবা পেলেও আপাতত রংপুরকে ব্যাটিংসেবা দেওয়া কঠিন। গতকাল ম্যাচ শেষে রংপুর কোচ সোহেল ইসলাম সাকিবের ব্যাটিং নিয়ে বলেছিলেন, ‘অনেক দিন সে ছিল না। সবাই জানেন, (সাকিবের) চোখের সমস্যা আছে। এখান থেকে বোলিং করা যায়। ব্যাটিং করতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে। ওই প্রস্তুতি সে নিতে পারেনি...কাল (আজ) অতিরিক্ত অনুশীলন করা যায়, দ্রুত ছন্দে ফিরতে পারে, সে চেষ্টাই করছে।’
আজ সেই অতিরিক্ত অনুশীলন করতে এসেছিলেন সাকিব। তবে ব্যাটিং করার মতো অবস্থায় যে তিনি আসতে পারেননি, সেটি বোঝাই গেল। সোহেলের বিশ্বাস, কিছু সময় পেলে সাকিব আগের জায়গায় ফিরতে পারবেন, ‘ওকে কিছু সময় দিতে হবে। কিছুদিন, কিছু সেশন গেলে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
সাকিবের মতো ফিটনেস সমস্যায় আছেন মাশরাফি বিন মর্তুজাও। ভালো ফিটনেস না থাকার পরও খেলা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মাশরাফিকে নিয়ে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪৩ মিনিট আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
২ ঘণ্টা আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
২ ঘণ্টা আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
২ ঘণ্টা আগে