নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন ব্যাটিং অনুশীলন করতে। অথচ কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তাঁর ম্যাচ। সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুরের ম্যাচে সাকিবকে ব্যাটিংয়েই নামতে দেখা গেল না।
ব্যাটিংবান্ধব উইকেটে রংপুর টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৮৩ রান। বড় স্কোর গড়লেও তাদের হারাতে হয়েছে ৮ উইকেট। ডেথ ওভারে ৮ রানের মধ্যে ৩ উইকেট গেছে রংপুরের—তবু সাকিব ব্যাট হাতে নামেননি।
গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আটে নেমেছিলেন। করেছিলেন ২ রান। আজ ব্যাটিংই করলেন না। ব্যাটিং থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণটা অনুমেয়—তাঁর চোখের সমস্যা। বাঁহাতি অলরাউন্ডার বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এ সমস্যা নিয়ে তাঁর বোলিংসেবা পেলেও আপাতত রংপুরকে ব্যাটিংসেবা দেওয়া কঠিন। গতকাল ম্যাচ শেষে রংপুর কোচ সোহেল ইসলাম সাকিবের ব্যাটিং নিয়ে বলেছিলেন, ‘অনেক দিন সে ছিল না। সবাই জানেন, (সাকিবের) চোখের সমস্যা আছে। এখান থেকে বোলিং করা যায়। ব্যাটিং করতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে। ওই প্রস্তুতি সে নিতে পারেনি...কাল (আজ) অতিরিক্ত অনুশীলন করা যায়, দ্রুত ছন্দে ফিরতে পারে, সে চেষ্টাই করছে।’
আজ সেই অতিরিক্ত অনুশীলন করতে এসেছিলেন সাকিব। তবে ব্যাটিং করার মতো অবস্থায় যে তিনি আসতে পারেননি, সেটি বোঝাই গেল। সোহেলের বিশ্বাস, কিছু সময় পেলে সাকিব আগের জায়গায় ফিরতে পারবেন, ‘ওকে কিছু সময় দিতে হবে। কিছুদিন, কিছু সেশন গেলে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
সাকিবের মতো ফিটনেস সমস্যায় আছেন মাশরাফি বিন মর্তুজাও। ভালো ফিটনেস না থাকার পরও খেলা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মাশরাফিকে নিয়ে।
সাকিব আল হাসান আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন ব্যাটিং অনুশীলন করতে। অথচ কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তাঁর ম্যাচ। সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুরের ম্যাচে সাকিবকে ব্যাটিংয়েই নামতে দেখা গেল না।
ব্যাটিংবান্ধব উইকেটে রংপুর টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৮৩ রান। বড় স্কোর গড়লেও তাদের হারাতে হয়েছে ৮ উইকেট। ডেথ ওভারে ৮ রানের মধ্যে ৩ উইকেট গেছে রংপুরের—তবু সাকিব ব্যাট হাতে নামেননি।
গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আটে নেমেছিলেন। করেছিলেন ২ রান। আজ ব্যাটিংই করলেন না। ব্যাটিং থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণটা অনুমেয়—তাঁর চোখের সমস্যা। বাঁহাতি অলরাউন্ডার বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এ সমস্যা নিয়ে তাঁর বোলিংসেবা পেলেও আপাতত রংপুরকে ব্যাটিংসেবা দেওয়া কঠিন। গতকাল ম্যাচ শেষে রংপুর কোচ সোহেল ইসলাম সাকিবের ব্যাটিং নিয়ে বলেছিলেন, ‘অনেক দিন সে ছিল না। সবাই জানেন, (সাকিবের) চোখের সমস্যা আছে। এখান থেকে বোলিং করা যায়। ব্যাটিং করতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে। ওই প্রস্তুতি সে নিতে পারেনি...কাল (আজ) অতিরিক্ত অনুশীলন করা যায়, দ্রুত ছন্দে ফিরতে পারে, সে চেষ্টাই করছে।’
আজ সেই অতিরিক্ত অনুশীলন করতে এসেছিলেন সাকিব। তবে ব্যাটিং করার মতো অবস্থায় যে তিনি আসতে পারেননি, সেটি বোঝাই গেল। সোহেলের বিশ্বাস, কিছু সময় পেলে সাকিব আগের জায়গায় ফিরতে পারবেন, ‘ওকে কিছু সময় দিতে হবে। কিছুদিন, কিছু সেশন গেলে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
সাকিবের মতো ফিটনেস সমস্যায় আছেন মাশরাফি বিন মর্তুজাও। ভালো ফিটনেস না থাকার পরও খেলা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মাশরাফিকে নিয়ে।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১২ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে