বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ক্রীড়া ডেস্ক
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১০ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৮ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে