নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে? এই উত্তরের সূচনাতেই যেন কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্টের সামনে। ওপেনিংয়ে কম্বিনেশন সাজাতেই তাদের দিতে হবে এই পরীক্ষার।
টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন তানজিদ হাসান তামিম। ছন্দহারা লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তিন সংস্করণ মিলিয়ে টানা ২২ ইনিংসে কোনো ফিফটি নেই লিটনের। শান্ত-লিটনের ব্যাটিংয়ের ধরন নিয়ে হচ্ছে সমালোচনা। টি-টোয়েন্টিতে ব্যাটিং করছেন তাঁরা ওয়ানডেসুলভ। সৌম্য ২০ ওভারের ম্যাচে সর্বশেষ ফিফটি করেছেন ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে।
টপ অর্ডার ব্যাটাররা অনুজ্জ্বল। ব্যতিক্রম শুধু তানজিদ তামিম। টানা ব্যর্থ হওয়ায় লিটনের জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওপেনিংয়ের কম্বিনেশন কেমন হবে? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের টপ অর্ডার যারা আছেন তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে। এর বাইরে থেকে কারও আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করা দরকার সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয়ই সেরা কম্বিনেশন বেছে নেওয়া হবে।’
ব্যাট হাতে ২০২২ সালটা ফ্রেমবন্দী করে রাখার মতো ছিল লিটনের। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাঁর অসাধারণ এক ফিফটিও ছিল। বছর ঘুরতেই এই উইকেটরক্ষক-ব্যাটার আবারও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিপুর মতে, লিটনকে ক্রিকেট বিশ্ব যেভাবে চিনেছে, তিনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেননি এখনো।
লিটনের ছন্দে ফিরতে একটি ভালো ইনিংসের প্রয়োজন বললেন লিপু, ‘লিটন কুমার দাস তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসেবে ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই পর্যায়ে এখনো আসতে পারেনি। যেটা আমরা বলে থাকি, একটা ইনিংস দরকার ছন্দে ফিরতে। সে জায়গাটাতে লিটন এখনো আসতে পারেননি। তবে কোনো না কোনো ম্যাচে, অবশ্যই কোনো খেলার মাধ্যমে হয়তো ফেরত আসবেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে? এই উত্তরের সূচনাতেই যেন কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্টের সামনে। ওপেনিংয়ে কম্বিনেশন সাজাতেই তাদের দিতে হবে এই পরীক্ষার।
টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন তানজিদ হাসান তামিম। ছন্দহারা লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তিন সংস্করণ মিলিয়ে টানা ২২ ইনিংসে কোনো ফিফটি নেই লিটনের। শান্ত-লিটনের ব্যাটিংয়ের ধরন নিয়ে হচ্ছে সমালোচনা। টি-টোয়েন্টিতে ব্যাটিং করছেন তাঁরা ওয়ানডেসুলভ। সৌম্য ২০ ওভারের ম্যাচে সর্বশেষ ফিফটি করেছেন ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে।
টপ অর্ডার ব্যাটাররা অনুজ্জ্বল। ব্যতিক্রম শুধু তানজিদ তামিম। টানা ব্যর্থ হওয়ায় লিটনের জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওপেনিংয়ের কম্বিনেশন কেমন হবে? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের টপ অর্ডার যারা আছেন তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে। এর বাইরে থেকে কারও আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করা দরকার সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয়ই সেরা কম্বিনেশন বেছে নেওয়া হবে।’
ব্যাট হাতে ২০২২ সালটা ফ্রেমবন্দী করে রাখার মতো ছিল লিটনের। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাঁর অসাধারণ এক ফিফটিও ছিল। বছর ঘুরতেই এই উইকেটরক্ষক-ব্যাটার আবারও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিপুর মতে, লিটনকে ক্রিকেট বিশ্ব যেভাবে চিনেছে, তিনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেননি এখনো।
লিটনের ছন্দে ফিরতে একটি ভালো ইনিংসের প্রয়োজন বললেন লিপু, ‘লিটন কুমার দাস তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসেবে ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই পর্যায়ে এখনো আসতে পারেনি। যেটা আমরা বলে থাকি, একটা ইনিংস দরকার ছন্দে ফিরতে। সে জায়গাটাতে লিটন এখনো আসতে পারেননি। তবে কোনো না কোনো ম্যাচে, অবশ্যই কোনো খেলার মাধ্যমে হয়তো ফেরত আসবেন।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে