Ajker Patrika

এশিয়া কাপের প্রচারণামূলক ভিডিওতে সাকিব-মিরাজরা 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৫: ৫১
এশিয়া কাপের প্রচারণামূলক ভিডিওতে সাকিব-মিরাজরা 

২০২৩ এশিয়া কাপ শুরু হতে বাকি নেই এক মাসও। টুর্নামেন্ট সামনে রেখে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা আছেন এশিয়া কাপের এই প্রোমোতে। 

স্টার স্পোর্টস তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল রাতে এশিয়া কাপের ৪৫ সেকেন্ডের প্রোমো ছেড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দল আছে এশিয়া কাপের প্রোমোতে। প্রচারণামূলক ভিডিওতে ২০২২ এশিয়া কাপের খণ্ডচিত্রই বেশি দেখানো হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলঙ্কার ক্রিকেটারদের উল্লাস দেখানো হয়েছে। তাতে হতাশ হয়ে পড়েছেন গত এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব। গ্যালারিতে থাকা বাংলাদেশের ভক্ত-সমর্থকেরাও সেখানে হতাশ। 

গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশ কিছু মুহূর্ত দেখানো হয়েছে প্রোমোতে। এ ছাড়া রুদ্ধশ্বাস পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের ছবিও রয়েছে। আসিফ আলিকে আউট করে আফগান পেসার ফরিদ আহমদ মালিক স্লেজিং করেছেন। আর ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর পর বাধভাঙা উল্লাস করেন নাসিম শাহ। ২০১৮ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ঘটনাও দেখানো হয়েছে। বাবর আজমকে এলবিডব্লু করেছেন মোস্তাফিজুর রহমান।

গতবারের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হাইব্রিড মডেলে হতে যাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে ৩০ আগস্ট মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। আর এশিয়া কাপে ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর প্রেমাদাসায় ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত