২০২৩ এশিয়া কাপ শুরু হতে বাকি নেই এক মাসও। টুর্নামেন্ট সামনে রেখে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা আছেন এশিয়া কাপের এই প্রোমোতে।
স্টার স্পোর্টস তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল রাতে এশিয়া কাপের ৪৫ সেকেন্ডের প্রোমো ছেড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দল আছে এশিয়া কাপের প্রোমোতে। প্রচারণামূলক ভিডিওতে ২০২২ এশিয়া কাপের খণ্ডচিত্রই বেশি দেখানো হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলঙ্কার ক্রিকেটারদের উল্লাস দেখানো হয়েছে। তাতে হতাশ হয়ে পড়েছেন গত এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব। গ্যালারিতে থাকা বাংলাদেশের ভক্ত-সমর্থকেরাও সেখানে হতাশ।
গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশ কিছু মুহূর্ত দেখানো হয়েছে প্রোমোতে। এ ছাড়া রুদ্ধশ্বাস পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের ছবিও রয়েছে। আসিফ আলিকে আউট করে আফগান পেসার ফরিদ আহমদ মালিক স্লেজিং করেছেন। আর ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর পর বাধভাঙা উল্লাস করেন নাসিম শাহ। ২০১৮ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ঘটনাও দেখানো হয়েছে। বাবর আজমকে এলবিডব্লু করেছেন মোস্তাফিজুর রহমান।
গতবারের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হাইব্রিড মডেলে হতে যাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে ৩০ আগস্ট মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। আর এশিয়া কাপে ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর প্রেমাদাসায় ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
২০২৩ এশিয়া কাপ শুরু হতে বাকি নেই এক মাসও। টুর্নামেন্ট সামনে রেখে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা আছেন এশিয়া কাপের এই প্রোমোতে।
স্টার স্পোর্টস তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল রাতে এশিয়া কাপের ৪৫ সেকেন্ডের প্রোমো ছেড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দল আছে এশিয়া কাপের প্রোমোতে। প্রচারণামূলক ভিডিওতে ২০২২ এশিয়া কাপের খণ্ডচিত্রই বেশি দেখানো হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলঙ্কার ক্রিকেটারদের উল্লাস দেখানো হয়েছে। তাতে হতাশ হয়ে পড়েছেন গত এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব। গ্যালারিতে থাকা বাংলাদেশের ভক্ত-সমর্থকেরাও সেখানে হতাশ।
গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশ কিছু মুহূর্ত দেখানো হয়েছে প্রোমোতে। এ ছাড়া রুদ্ধশ্বাস পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের ছবিও রয়েছে। আসিফ আলিকে আউট করে আফগান পেসার ফরিদ আহমদ মালিক স্লেজিং করেছেন। আর ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর পর বাধভাঙা উল্লাস করেন নাসিম শাহ। ২০১৮ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ঘটনাও দেখানো হয়েছে। বাবর আজমকে এলবিডব্লু করেছেন মোস্তাফিজুর রহমান।
গতবারের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হাইব্রিড মডেলে হতে যাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে ৩০ আগস্ট মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। আর এশিয়া কাপে ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর প্রেমাদাসায় ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। এবার ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১০ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
১১ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১৩ ঘণ্টা আগে