মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট দুলছিল পেন্ডুলামের মতো। বক্সিং ডে টেস্টে এক পর্যায়ে পাকিস্তান জয়ের জন্য অনেকটাই এগিয়ে ছিল। তবে মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউটের পরই খেই হারায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৯ রানে ম্যাচ হেরে যায় শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অজিরা যখন আজ খেলা শুরু করে, তখন তাদের পাশে এরই মধ্যে ৬২.৩ ওভার। সেখান থেকে স্বাগতিকেরা ২১.৪ ওভার ব্যাটিং করে ৭৫ রান যোগ করতে হারায় শেষ ৪ উইকেট। ২৬২ রানে অলআউট অস্ট্রেলিয়া লিড পায় ৩১৬ রানের। দ্বিতীয় ইনিংসে মার্শ, স্মিথের পর তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি পেয়েছেন অ্যালেক্স ক্যারি। ১০১ বলে ৮ চারে ক্যারি করেন ৫৩ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা।
৩১৭ রান তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের প্রথম বলে আব্দুল্লাহ শফিকের উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ওপেনার ইমাম-উল-হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়তে অবদান রাখেন মাসুদ। ইমামকে এলবিডব্লু করে জুটি ভাঙেন প্যাট কামিন্স। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৪৯ রান।
দুই ওপেনার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তৃতীয় উইকেট জুটিতে বাবর-মাসুদ রান তুলছিলেন দ্রুত গতিতে। দ্রুত গতিতে রান তোলার পথে ৫৭ বলে ফিফটি তুলে নিয়েছেন মাসুদ। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। ৭২ বলে ৬১ রানের জুটি গড়েন বাবর-মাসুদ। মাসুদকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। পাকিস্তান অধিনায়ক ৭১ বলে ৭ চারে ৬০ রান করেন। মাসুদের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন সৌদ শাকিল। শাকিলকে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকেন বাবর। তবে চতুর্থ উইকেটে বাবর- শাকিলের জুটি ছিল ৮৩ বলে ৩৬ রানের। ৪১তম ওভারের প্রথম বলে অসাধারণ এক ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন জশ হ্যাজলউড। ৭৯ বলে ৪ চারে ৪০ রান করেন বাবর। বাবরের পর শাকিলও দ্রুত আউট হয়েছেন। ৪৬তম ওভারের শেষ বলে মিচেল স্টার্ককে কাট করতে যান শাকিল। এজ হওয়া বল ক্যাচ ধরেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
বাবর, শাকিল দ্রুত আউট হলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৬২ রান। এরপর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন আগা সালমান। ছয় নম্বরে নামা রিজওয়ানের সঙ্গে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন সালমান। ২৮ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তানের টেস্ট জয়ের সম্ভাবনা তখন দারুণ ছিল। তবে ষষ্ঠ উইকেটে সালমান-রিজওয়ানের ৮৮ বলে ৫৭ রানের জুটি ভেঙে বড় ধাক্কা দেন কামিন্স। রিজওয়ানের উইকেট নিয়ে কামিন্স যে জুটি ভেঙেছেন তাতে ঘটেছে অনেক নাটকীয়তা। ৬১তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল করেন কামিন্স। আম্পায়ার প্রথমে আউট দেননি। এরপর অস্ট্রেলিয়া রিভিউ নেওয়ার পর আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। তাতে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে রিজওয়ানকে। কেননা বল রিস্টব্যান্ড ঘেঁষে চলে যাওয়ায় আল্ট্রাএজে স্পাইক ধরা পড়ে। রিস্টব্যান্ডকেও ধরা হয়েছে গ্লাভসের অংশ। ৬২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন রিজওয়ান।
রিজওয়ান আউট হওয়ার পাকিস্তানের ইনিংসে ভাঙন ধরেছে। ১৮ রানে শেষ ৪ উইকেট হারালে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৩৭ রানে। ৭৯ রানের জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাচে ৯৭ রান খরচ করে নিয়েছেন ১০ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৪৮ রানে নিয়েছেন ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪৯ রান খরচায়।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন মারনাস লাবুশেন। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন আব্দুল্লাহ শফিক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট দুলছিল পেন্ডুলামের মতো। বক্সিং ডে টেস্টে এক পর্যায়ে পাকিস্তান জয়ের জন্য অনেকটাই এগিয়ে ছিল। তবে মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউটের পরই খেই হারায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৯ রানে ম্যাচ হেরে যায় শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অজিরা যখন আজ খেলা শুরু করে, তখন তাদের পাশে এরই মধ্যে ৬২.৩ ওভার। সেখান থেকে স্বাগতিকেরা ২১.৪ ওভার ব্যাটিং করে ৭৫ রান যোগ করতে হারায় শেষ ৪ উইকেট। ২৬২ রানে অলআউট অস্ট্রেলিয়া লিড পায় ৩১৬ রানের। দ্বিতীয় ইনিংসে মার্শ, স্মিথের পর তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি পেয়েছেন অ্যালেক্স ক্যারি। ১০১ বলে ৮ চারে ক্যারি করেন ৫৩ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা।
৩১৭ রান তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের প্রথম বলে আব্দুল্লাহ শফিকের উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ওপেনার ইমাম-উল-হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়তে অবদান রাখেন মাসুদ। ইমামকে এলবিডব্লু করে জুটি ভাঙেন প্যাট কামিন্স। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৪৯ রান।
দুই ওপেনার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তৃতীয় উইকেট জুটিতে বাবর-মাসুদ রান তুলছিলেন দ্রুত গতিতে। দ্রুত গতিতে রান তোলার পথে ৫৭ বলে ফিফটি তুলে নিয়েছেন মাসুদ। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। ৭২ বলে ৬১ রানের জুটি গড়েন বাবর-মাসুদ। মাসুদকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। পাকিস্তান অধিনায়ক ৭১ বলে ৭ চারে ৬০ রান করেন। মাসুদের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন সৌদ শাকিল। শাকিলকে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকেন বাবর। তবে চতুর্থ উইকেটে বাবর- শাকিলের জুটি ছিল ৮৩ বলে ৩৬ রানের। ৪১তম ওভারের প্রথম বলে অসাধারণ এক ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন জশ হ্যাজলউড। ৭৯ বলে ৪ চারে ৪০ রান করেন বাবর। বাবরের পর শাকিলও দ্রুত আউট হয়েছেন। ৪৬তম ওভারের শেষ বলে মিচেল স্টার্ককে কাট করতে যান শাকিল। এজ হওয়া বল ক্যাচ ধরেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
বাবর, শাকিল দ্রুত আউট হলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৬২ রান। এরপর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন আগা সালমান। ছয় নম্বরে নামা রিজওয়ানের সঙ্গে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন সালমান। ২৮ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তানের টেস্ট জয়ের সম্ভাবনা তখন দারুণ ছিল। তবে ষষ্ঠ উইকেটে সালমান-রিজওয়ানের ৮৮ বলে ৫৭ রানের জুটি ভেঙে বড় ধাক্কা দেন কামিন্স। রিজওয়ানের উইকেট নিয়ে কামিন্স যে জুটি ভেঙেছেন তাতে ঘটেছে অনেক নাটকীয়তা। ৬১তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল করেন কামিন্স। আম্পায়ার প্রথমে আউট দেননি। এরপর অস্ট্রেলিয়া রিভিউ নেওয়ার পর আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। তাতে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে রিজওয়ানকে। কেননা বল রিস্টব্যান্ড ঘেঁষে চলে যাওয়ায় আল্ট্রাএজে স্পাইক ধরা পড়ে। রিস্টব্যান্ডকেও ধরা হয়েছে গ্লাভসের অংশ। ৬২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন রিজওয়ান।
রিজওয়ান আউট হওয়ার পাকিস্তানের ইনিংসে ভাঙন ধরেছে। ১৮ রানে শেষ ৪ উইকেট হারালে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৩৭ রানে। ৭৯ রানের জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাচে ৯৭ রান খরচ করে নিয়েছেন ১০ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৪৮ রানে নিয়েছেন ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪৯ রান খরচায়।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন মারনাস লাবুশেন। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন আব্দুল্লাহ শফিক।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৬ ঘণ্টা আগে