Ajker Patrika

তামিম-সাইফউদ্দিনের খেলার ধরন নিয়ে যা বললেন বরিশাল কোচ 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৪৪
তামিম-সাইফউদ্দিনের খেলার ধরন নিয়ে যা বললেন বরিশাল কোচ 

তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। 

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে। 

ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’ 

অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত