তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’
অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’
তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’
অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৯ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৪ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে