Ajker Patrika

বিশ্বকাপে ধাঁধা মেলানোর টোটকা দিলেন বিসিবির নির্বাচক

বিশ্বকাপে ধাঁধা মেলানোর টোটকা দিলেন বিসিবির নির্বাচক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেখিয়েছে দারুণ এক ভিন্নতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজ প্রকাশ করে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েকজন প্রবাসীর মুখে ঘোষিত হলো বিশ্বকাপ দল। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও তাঁদের গুরুত্ব ও শ্রদ্ধার সঙ্গে নিয়ে এসেছে সামনে। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশেই। সরকার পরিবর্তন ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আইসিসি ভেন্যু সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের কাছেই। 

সেসব হতাশা অবশ্য দূর হয়ে যেতে পারে, যদি নিগার সুলতানা জ্যোতিরা মাঠের খেলায় অসাধারণ কিছু করে ‘ধাঁধার’ উত্তর মিলাতে পারেন! ২০১৪ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয় যেন সোনার হরিণ। তারপর কুড়ি ওভারের চারটি বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলেছে তারা, হারের বৃত্ত থেকে আর বের হওয়া গেল না। 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন অবশ্য আশাবাদী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বছরের জয়খরা এবার কাটাবেন মেয়েরা। ‘ধাঁধা’ মিলাতে তাঁর পরামর্শ দলের সবাইকে শতভাগ নিংড়ে দিতে হবে, ‘মূলত এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দলের সঙ্গে খেলা হয়। আমরা যদি সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতি পারি ভালো করার সুযোগ আছে।’ 

যদি ১১০ ভাগ দিতে পারেন মেয়েরা, শিপনের মতে বাংলাদেশ দল খেলতে পারে সেমিফাইনালও। এই নির্বাচকের পরের বক্তব্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটাও কিছুটা স্পষ্ট হলো, ‘আমরা যদি শতভাগের চেয়ে বেশি ১১০ ভাগ দিয়ে খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে।’ 

আজ মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বিসিবি। পুরো দল নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে শিপনসহ কথা বলেছেন নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের আশা, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরাই সবচেয়ে বেশি সমর্থন ও উৎসাহ জোগাবেন রাবেয়া-সোবহানাদের। 

দেশের বাইরে বাংলাদেশ দলের সমর্থন পাওয়ার প্রসঙ্গে সুমন বলেন, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সব সময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গিয়েছি তখনো দেখেছি প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করব আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত