Ajker Patrika

লিটনের ঝোড়ো ব্যাটিংয়েও ১৫০ পেরোল না কুমিল্লার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৩
লিটনের ঝোড়ো ব্যাটিংয়েও ১৫০ পেরোল না কুমিল্লার

দারুণ শুরু পেয়েও শেষ দিকে প্রয়োজনীয় ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটাররা। ওপেনিং জুটিতে তাঁরা তুলেছিলেন ৬৯ রান। উইকেট থাকার পরও শেষ দিকে সেভাবে কার্যকরী ইনিংস ছিল না। বিপরীতে উইকেট হারিয়েছেন দ্রুত। ফলে নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্সকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা।

কুমিল্লার স্বস্তি অবশ্য লিটন দাসের রানে ফেরা। আগের পাঁচ ম্যাচ মিলে কুমিল্লার অধিনায়ক করেছিলেন ৩৭ রান। তবে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারি।

লিটন দ্রুত রান তুললেও আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ছিল মন্থর। ৯.৩ ওভারে ফিফটির আক্ষেপ নিয়ে নাসুম আহমেদের বলে বোল্ড হয়েছেন লিটন। একই ওভারের শেষ বলে ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রিজওয়ান।

তিন নম্বরে নেমে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি উইল জ্যাকস। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে ইংলিশ ক্রিকেটার আউট হয়েছেন ২৭ বলে ২১ রান করে। এরপর তাওহীদ হৃদয় ফিরলেন ১৭ বলে ১৬ রানে।

শেষ দিকে জাকের আলী অনিক ৮ বলে ১৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ বলে ১০ রানের সৌজন্যে খুলনাকে ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয়ে কুমিল্লা। ৭ উইকেটে ১৪৯ রান তোলে কুমিল্লা। খুলনার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও ফাহিম আশরাফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত