নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব
ক্রীড়া ডেস্ক
একটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ ঘোষণা করেছে।অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা বাংলাদেশের এই দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। ৫ ম্যাচে ২৪১ রান করে বাছাইপর্বের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক জ্যোতি। ১০১, ৫১, ৮৩* রানের ইনিংস তিনটি খেলে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ও তিনটি স্টাম্পিং করেছেন। আরেক বাংলাদেশি সুপ্তা ২৬৬ রান করে বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। টুর্নামেন্টে তিনটি ফিফটি করেছেন। যার মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৭ রানের ইনিংস।
বাংলাদেশসহ চার দলের ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির একাদশে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা আইসিসি একাদশেরও অধিনায়ক। সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন পাকিস্তানের। অপর তিন পাকিস্তানি ক্রিকেটার হলেন মুনিবা আলী, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে আছেন চিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইন।
বাংলাদেশের মতো স্কটল্যান্ড থেকেও দুই ক্রিকেটার আছেন বাছাইপর্বের একাদশে। ক্যাথরিন ব্রাইস, ক্যাথরিন ফ্রেজার এই দুই স্কটিশ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন জ্যোতি-সুপ্তাদের সঙ্গে একাদশে। সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন আরেক বাংলাদেশি রাবেয়া খান। পুরো টুর্নামেন্টে লেগস্পিন ভেলকিতে ৩.৭২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫-টুর্নামেন্ট সেরা একাদশ
হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)
মুনিবা আলী (পাকিস্তান)
শারমিন আক্তার (বাংলাদেশ)
ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ) (উইকেটরক্ষক)
ফাতিমা সানা (পাকিস্তান) (অধিনায়ক)
চিনেলে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
নাশরা সান্ধু (পাকিস্তান)
সাদিয়া ইকবাল (পাকিস্তান)
রিজার্ভ খেলোয়াড়
রাবেয়া খান (বাংলাদেশ)
একটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ ঘোষণা করেছে।অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা বাংলাদেশের এই দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। ৫ ম্যাচে ২৪১ রান করে বাছাইপর্বের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক জ্যোতি। ১০১, ৫১, ৮৩* রানের ইনিংস তিনটি খেলে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ও তিনটি স্টাম্পিং করেছেন। আরেক বাংলাদেশি সুপ্তা ২৬৬ রান করে বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। টুর্নামেন্টে তিনটি ফিফটি করেছেন। যার মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৭ রানের ইনিংস।
বাংলাদেশসহ চার দলের ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির একাদশে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা আইসিসি একাদশেরও অধিনায়ক। সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন পাকিস্তানের। অপর তিন পাকিস্তানি ক্রিকেটার হলেন মুনিবা আলী, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে আছেন চিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইন।
বাংলাদেশের মতো স্কটল্যান্ড থেকেও দুই ক্রিকেটার আছেন বাছাইপর্বের একাদশে। ক্যাথরিন ব্রাইস, ক্যাথরিন ফ্রেজার এই দুই স্কটিশ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন জ্যোতি-সুপ্তাদের সঙ্গে একাদশে। সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন আরেক বাংলাদেশি রাবেয়া খান। পুরো টুর্নামেন্টে লেগস্পিন ভেলকিতে ৩.৭২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫-টুর্নামেন্ট সেরা একাদশ
হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)
মুনিবা আলী (পাকিস্তান)
শারমিন আক্তার (বাংলাদেশ)
ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ) (উইকেটরক্ষক)
ফাতিমা সানা (পাকিস্তান) (অধিনায়ক)
চিনেলে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
নাশরা সান্ধু (পাকিস্তান)
সাদিয়া ইকবাল (পাকিস্তান)
রিজার্ভ খেলোয়াড়
রাবেয়া খান (বাংলাদেশ)
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে