Ajker Patrika

ব্যাটিং ব্যর্থতায় ১০৫ রানে থামল শ্রীলঙ্কা

ব্যাটিং ব্যর্থতায় ১০৫ রানে থামল শ্রীলঙ্কা

চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ফজল হক ফারুকী ও মুজিব উর রহমানের সামনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিসরা। আফগানদের সামনে ১০৬ রানের চ্যালেঞ্জ দিয়েছেন তারা। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ বল বাকি থাকতে ১০৫ রানে থামে লঙ্কানরা। 

টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে ভুল করেনি আফগানরা। শুরুতেই তাদের দারুণ দুটি ব্রেক-থ্রু এনে দেন পেসার ফজল হক ফারুকী। প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটার কুশল মেন্ডিসকে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে নতুন ব্যাটার চারিথ আসালাঙ্কাকে ফেরান এই পেসার। শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটারের বিদায়ে দায়িত্ব নিতে ব্যর্থ হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও (৩)। আফগান পেসার নাবিন উল হকের শিকার হন তিনি। 

দলীয় ৫ রানে তিন ব্যাটারকে হারিয়ে বড় বিপাকে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে ধানুশকা গুনাথিলিকাকে নিয়ে জুটি বাধেন ভানুকা রাজাপক্ষে। তাঁদের ৪৪ রানের জুটি ভাঙে গুনাতিলিকা (১৭) ফিরলে। ষষ্ঠ ব্যাটার হিসেবে উইকেটে এসে ব্যর্থ হয়ে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। 

একপাশ আগলে রাখেন রাজাপক্ষে, অন্যপ্রান্তে উইকেট পড়ে নিয়মিতভাবে। বেশিক্ষণ থিতু হতে পারেননি রাজাপক্ষেও। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে ৩৮ রান করা এই ব্যাটারকে রানআউটে ফেরান মোহাম্মদ নবী। শেষের দিকে চামিকা করুণারত্নের ৩১ রানে চড়ে ১০৫ রানে থামে লঙ্কানরা। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত