Ajker Patrika

বিপিএলের কারণে পাকিস্তান সুপার লিগে রমিজের দেরি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১১
বিপিএলের কারণে পাকিস্তান সুপার লিগে রমিজের দেরি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে আর রমিজ রাজা থাকবেন না, তা কখনো হতে পারে? ক্রিকেটীয় বিশ্লেষণের পাশাপাশি তাঁর উচ্চ কণ্ঠস্বর—সব মিলে ধারাভাষ্যকক্ষে রমিজ মুগ্ধ করে আসছেন বছরের পর বছর। তবে এবারের পিএসএলে তাঁর কণ্ঠস্বর শুনতে ভক্ত-সমর্থকদের একটু অপেক্ষা করতে হচ্ছে। 

১৭ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নবম পিএসএল। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন রয়েছে মাঝামাঝি পর্যায়ে। ১ মার্চ শেষ হবে বিপিএল। সেই বিপিএলে ধারাভাষ্য দিতে এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন রমিজ। শিগগিরই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে তাঁর ধারাভাষ্যের কাজ শুরু হওয়ার কথা। যদি ধরে নেওয়া হয়, ১ মার্চ পর্যন্ত বিপিএলের সঙ্গে থাকবেন রমিজ, তাহলে পিএসএলের পরের অংশ থেকে তিনি যোগ দিতে পারবেন। যেখানে পিএসএল চলবে ১৮ মার্চ পর্যন্ত। রমিজ যেন সেটাই বোঝাতে চেয়েছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে। নিজের এক্স হ্যান্ডলে পাকিস্তানি ধারাভাষ্যকার লেখেন, ‘আমি বেশ সম্মানিত। এরই মধ্যে বিপিএলের সঙ্গে চুক্তি করে ফেলেছি। পিএসএল থেকে যেহেতু প্রস্তাব পেয়েছি, তাই রাওয়ালপিন্ডির শেষ পর্বে যোগ দেব। আশা করি, এটা একটা দারুণ টুর্নামেন্ট হবে।’ 

পিএসএলে রমিজ তো আছেনই। পাকিস্তানি ধারাভাষ্যকার হিসেবে আরও থাকছেন ওয়াকার ইউনিস, আমির সোহেল, বাজিদ খান, উরুজ মুমতাজের মতো পরিচিত মুখ। বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ইশান বিশপসহ থাকছেন নিউজিল্যান্ডের ড্যানি মরিসন ও সাইমন ডুল, অস্ট্রেলিয়ার মাইকেল কার্কসহ বিখ্যাত ধারাভাষ্যকারেরা, যার মধ্যে সোহেল এবারের বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। 

এখন চলছে বিপিএলের দশম আসর। এর আগের ৯ আসরে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। সর্বশেষ দুই আসর জিতে কুমিল্লার সামনে এবারের বিপিএলে হ্যাটট্রিক করার সুযোগ। অন্যদিকে লাহোর কালান্দার্সের হ্যাটট্রিক করার সুযোগ থাকছে পিএসএলে। আগের আট আসরে সর্বোচ্চ দুবার করে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত