Ajker Patrika

সিলেটকে বিদায় করে প্লে অফের আরও কাছে তামিম-মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটকে বিদায় করে প্লে অফের আরও কাছে তামিম-মাহমুদউল্লাহ

বিপিএলে প্লে অফ খেলার আশা এমনিতেই নিভু নিভু করছিল সিলেট স্ট্রাইকার্সের। সেই একটু আশা বাঁচিয়ে রাখতে আজ ফরচুন বরিশালের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প উপায় ছিল না তাদের। বিপরীতে বরিশালের জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল তামিম ইকবালের বরিশালই। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বরিশালের বিপক্ষে ১৮ রানে হেরেছে সিলেট। ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬৫ রানে থেমে যায় সিলেটের ইনিংস। তাতে শেষ চারের স্বপ্নও ভঙ্গ হয় তাদের। আর ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের পথটা মসৃণ করে রাখল বরিশাল। 

ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়িয়ে বিপিএলে অভিষেক ম্যাচ রাঙালেন কাইল মায়ার্স। উইন্ডিজ তারকার অলরাউন্ড পারফরম্যান্সেই মূলত অসহায় আত্মসমর্পণ করে সিলেট। ব্যাট হাতে ৪৮ রান, বোলিংয়ে ৪ ওভারে ১২ খরচে নিয়েছেন ৩ উইকেট। 

মায়ার্সের তোপে ৪০ রানেই ৬ উইকেট হারায় সিলেট। সপ্তম উইকেটে বেনি হাওয়েল ও আরিফুল হক ঝোড়ো ব্যাটিংয়ে একটা চেষ্টা চালিয়েছেন, তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৫২ বলে ১০৮ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন দুজনে। হাওয়েল ৩২ বলে ৫৩ ও আরিফুল ৩১ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। 

 ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রংপুর রাইডার্স। তারা ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ৯ ম্যাচে ১৪ পয়েন্ট আর তিনে থাকা বরিশালের ১২ পয়েন্ট। এর পর ১০ ম্যাচে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অর্জন ১০ পয়েন্ট করে। 

রংপুর ছাড়া বাকি চার দলের মধ্যে চলছে প্লে অফের তিনটি জায়গা নিশ্চিতের লড়াই। খুলনা-চট্টগ্রামের মধ্যে একটিও ম্যাচও আছে, সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হয়ে যাবে ১২ পয়েন্ট। অন্যদিকে সিলেটের ১০ ম্যাচে ৬ পয়েন্ট। নিজেদের বাকি দুই ম্যাচে জিতলেও ১০ পয়েন্টের বেশি হবে না তাদের। 

গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রত্যাশা মতো স্কোর পায় বরিশাল। মুশফিকুর রহিম ও মায়ার্সের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সিলেটকে ১৮৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় তামিম ইকবালের দল। 

সাগরিকায় রানপ্রসবা উইকেটে টস জিতে ব্যাটিং পায় বরিশাল। দুই ওপেনার তামিম ও আহমেদ শেহজাদ ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু তাঁদের জুটি বড় হতে দেননি সিলেটের পেসার তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারে সাকিবের বলে রায়ান বার্লকে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। ২৩ রানে ভাঙে জুটি, ৩ চারে ১১ বলে ১৭ রান করেছেন এ পাকিস্তানি ব্যাটার। 

বরিশালের ৪২ রানে ফেরেন আরেক ওপেনার তামিমও। ১৮ বলে ১৯ রান করে এই বাঁহাতি ব্যাটারও আউট হয়েছেন তানজিম সাকিবের বলে। এর পর হ্যারি টেক্টরের বলে সাকিবকে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন সৌম্য সরকার (৮)। চতুর্থ উইকেটে মূলত লড়াইয়ের পুঁজি পায় বরিশাল। 

বিপর্যয় সামলে মুশফিক-মায়ার্স ৪৮ বলে গড়েছেন ৮৪ রানের দারুণ এক জুটি। পাল্লা দিয়ে রান তুলছিলেন দুজনে, এগোচ্ছিলেন ফিফটির দিকে। ফিফটি পেয়েও যান মুশফিক। ৩২ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা। 

মুশফিক পারলেও ২ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন মায়ার্স। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩১ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উইন্ডিজ অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকেও এসেছে ৩টি করে চার ও ছক্কার বাউন্ডারি। শেষ দিকে ২ ছক্কায় ১৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১২ রান। যার কল্যাণে ৬ উইকেটে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৮ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন সিলেটের তানজিম সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত