Ajker Patrika

বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের চাকরিতে এবার অস্ট্রেলিয়ার কিউরেটর 

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯: ৪১
বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের চাকরিতে এবার অস্ট্রেলিয়ার কিউরেটর 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটরের চাকরি কদিন আগে ছেড়েছেন টনি হেমিং। এক সপ্তাহ যেতে না যেতেই এবার পাকিস্তানে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার এই কিউরেটর। 

হেমিংকে নিয়োগ দেওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার কিউরেটরের সঙ্গে চুক্তিটা দুই বছরের বলে জানিয়েছে পিসিবি। তিনি আগামীকাল লাহোরে পৌঁছাবেন বলে পিসিবি জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পিচ তৈরি করার মধ্য দিয়ে হেমিংয়ের পাকিস্তান পর্ব শুরু হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পিচ তৈরির দায়িত্বও হেমিংয়ের কাঁধে। তখন তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পিচ তত্ত্বাবধানের ব্যাপারটিও দেখবেন তিনি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপ নামে খ্যাত এই টুর্নামেন্ট।

কিউরেটর হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে হেমিংয়ের। আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম—এ দুই স্টেডিয়ামের এরেনা ম্যানেজার ছিলেন। আইসিসি ক্রিকেট একাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন তিনি। 

২০২৩ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে হেমিংকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সেখানে এক বছর না হতেই সেই দায়িত্ব ছাড়লেন তিনি। হেমিংয়ের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত