Ajker Patrika

মেয়ার্সকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত

আপডেট : ২৬ জুন ২০২২, ১৪: ১৩
মেয়ার্সকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত

টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করে গত বছর বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছিলেন কাইল মেয়ার্স। সেই মেয়ার্স এরপর আরও ১১টি টেস্ট খেলে ফেললেও ছিল না বড় কোনো ইনিংস। 

‘প্রিয় প্রতিপক্ষ’ বাংলাদেশকে পেয়ে এবার আরেক দফা জ্বলে উঠেছেন মেয়ার্স। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে শুধু বিপর্যয় থেকে উদ্ধারই করেননি, বাংলাদেশের ম্যাচে ফেরার কিঞ্চিৎ সম্ভাবনাটুকুও নস্যাৎ করে দিয়েছেন। 

১৩২ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে ৫ উইকেটে করেছে ৩৪০ রান। প্রথম ইনিংসে স্বাগতিকেরা এগিয়ে ১০৬ রানে। ১৮০ বলে ১২৬ রানে অপরাজিত মেয়ার্স আজ তৃতীয় দিনের গোড়াপত্তন করবেন। 

মেয়ার্সের এমন ইনিংস রাসেল ডমিঙ্গোর কাছে শাস্তি ও শাসন মনে হচ্ছে। তাঁকে দেখে নিজ শিষ্যদের শিক্ষাও নিতে বলেছেন বাংলাদেশ কোচ, ‘মেয়ার্সের মতো ইনিংস আমাদের কেউ খেলতে পারছে না। গত বছরও ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে ওর ডাবল সেঞ্চুরির সুবাদে। ওকে দেখে শিক্ষা নেওয়া উচিত। টেস্ট ম্যাচ সত্যিই অনেক কঠিন। ও এরকম ভালো করতে থাকলে শাস্তি পেতেই থাকব।’ 

টেস্ট খেলার মতো মেজাজ ও প্রখরতা আছে বলেই মেয়ার্স সফল হচ্ছেন বলে মত ডমিঙ্গোর, ‘নিজের ভাগ্য নিজেই গড়ে নিচ্ছে মেয়ার্স। সে ইতিবাচক ব্যাটিং করছে। কাভারে অনেক রান করছে। পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ ইচ্ছা পছন্দের শটগুলো খেলতে পারছে। ওর মধ্যে প্রখরতা আছে। আমরা বাজে বল করলেই ও শাসন করছে।’ 

নিজ শিষ্যরা ইনিংস বড় করতে না পারায় হতাশ ডমিঙ্গো, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার ছন্দ খুঁজে বেড়াচ্ছে, রানের পেছনে ছুটছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, লম্বা সময় ধরে ব্যাট করা। অনেক ৩০-৪০ রানের ইনিংস হচ্ছে। কেউ কেউ ৫০ রান করছে। কিন্তু মেয়ার্সের মতো কেউ হতে পারছে না। এটাই দলীয় সংগ্রহকে ২৩০ থেকে ৪০০ রানে পৌঁছে দেয়। পরে এটাই টেস্টের পার্থক্য গড়ে দেয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত