Ajker Patrika

অস্ট্রেলিয়া সিরিজে নেই লিটন দাসও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া সিরিজে নেই লিটন দাসও

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তামিম ইকবালকে পাওয়া যাবে না আগেই জানা ছিল। মুশফিকুর রহিমের খেলাও অনিশ্চিত। এখন জানা গেল লিটন দাসও থাকছেন না এই সিরিজে। তবে চোটের জন্য নয়, এই ওপেনার ব্যাটসম্যান এই সিরিজ মিস করছেন পারিবারিক কারণে।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করেছেন লিটন দাসের না খেলার বিষয়টি। তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ায় আজই জিম্বাবুয়ে থেকে দেশের উদ্দেশে রওনা দিচ্ছে লিটন। তাই অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা হচ্ছে না।’

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ২৯ তারিখ দলের সঙ্গে জিম্বাবুয়ে থেকে ফেরার কথা ছিল লিটনের। অস্ট্রেলিয়া সিরিজের জন্য দেশে ফিরেই পুরো দলকেই হোটেলের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে হবে। কিন্তু দেশে ফিরে পরিবারকে সময় দিতে হওয়ায় জিম্বাবুয়েতে জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যাওয়া লিটন নতুন করে জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারবেন না। মুশফিকের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় লিটনেরও অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না।

জিম্বাবুয়েতে গিয়ে চোটে পড়ায় প্রথম টি–টোয়েন্টিতে মাঠে নামলেও ব্যাটিং করা হয়নি। এরপর সিরিজের বাকি দুটি টি–টোয়েন্টিতেও বাইরে ছিলেন এই ওপেনার। দলের সঙ্গে থেকে চোট কাটানোর পাশাপাশি অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলারও। তবে পরিবারের এক সদস্যের অসুস্থতা পাল্টে দিল সব পরিস্থিতিই।

৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে তামিম–মুশফিকের পর লিটনকে হারিয়ে বলতে গেলে বেশ বিপদেই পড়ল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত