আইসিসির প্রস্তাবিত নতুন চক্র থেকে পাকিস্তান পাবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। তবু সন্তুষ্ট হতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বুধবার ২০২৩-২৭ চক্রের জন্য বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে আইসিসি। আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত এই নতুন মডেল অনুযায়ী নতুন চক্রের জন্য আইসিসি ৬০ কোটি ডলারের বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৫০০ কোটি ৭২ লাখ টাকা। নতুন এই মডেল থেকে পিসিবি প্রতিবছর পাবে প্রায় ৩৮৫ কোটি টাকা, যা আইসিসির আয়ের ৫.৭৫ শতাংশ। শীর্ষ ১২ দেশের তালিকায় পিসিবি রয়েছে ৪ নম্বরে। সেরা চারে থাকলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাজাম শেঠি। এ ব্যাপারে স্বচ্ছতা চেয়ে রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান গতকাল বলেন, ‘এই টাকার অঙ্কগুলো কীভাবে এসেছে, আইসিসির আমাদের জানানো উচিত ছিল। এতে আমরা সন্তুষ্ট না। জুন মাস এলেই আশা করা যাচ্ছে বোর্ড এই মডেল সম্ভবত চূড়ান্ত করবে। বিস্তারিত কিছু আমাদের না জানানো পর্যন্ত আমরা এটা মেনে নেব না।’
আইসিসির নতুন প্রস্তাবিত বাণিজ্যিক মডেল থেকে প্রতি বছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। অন্য কোনো বোর্ড ১০ শতাংশও পাবে না। ভারতের বেশি টাকা পাওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন শেঠি, ‘ভারতের বেশি পাওয়া উচিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টেবিল কীভাবে তৈরি হলো?’
চারটি জিনিসকে মানদণ্ড ধরে আইসিসির এই নতুন চক্রের বাণিজ্য মডেল প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মূলত ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। ২১.৯ শতাংশ জয় নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে জিতেছে ১৭.৪ শতাংশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে এখানে বিবেচনায় আনা হয়নি।
আইসিসির প্রস্তাবিত নতুন চক্র থেকে পাকিস্তান পাবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। তবু সন্তুষ্ট হতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বুধবার ২০২৩-২৭ চক্রের জন্য বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে আইসিসি। আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত এই নতুন মডেল অনুযায়ী নতুন চক্রের জন্য আইসিসি ৬০ কোটি ডলারের বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৫০০ কোটি ৭২ লাখ টাকা। নতুন এই মডেল থেকে পিসিবি প্রতিবছর পাবে প্রায় ৩৮৫ কোটি টাকা, যা আইসিসির আয়ের ৫.৭৫ শতাংশ। শীর্ষ ১২ দেশের তালিকায় পিসিবি রয়েছে ৪ নম্বরে। সেরা চারে থাকলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাজাম শেঠি। এ ব্যাপারে স্বচ্ছতা চেয়ে রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান গতকাল বলেন, ‘এই টাকার অঙ্কগুলো কীভাবে এসেছে, আইসিসির আমাদের জানানো উচিত ছিল। এতে আমরা সন্তুষ্ট না। জুন মাস এলেই আশা করা যাচ্ছে বোর্ড এই মডেল সম্ভবত চূড়ান্ত করবে। বিস্তারিত কিছু আমাদের না জানানো পর্যন্ত আমরা এটা মেনে নেব না।’
আইসিসির নতুন প্রস্তাবিত বাণিজ্যিক মডেল থেকে প্রতি বছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। অন্য কোনো বোর্ড ১০ শতাংশও পাবে না। ভারতের বেশি টাকা পাওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন শেঠি, ‘ভারতের বেশি পাওয়া উচিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টেবিল কীভাবে তৈরি হলো?’
চারটি জিনিসকে মানদণ্ড ধরে আইসিসির এই নতুন চক্রের বাণিজ্য মডেল প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মূলত ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। ২১.৯ শতাংশ জয় নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে জিতেছে ১৭.৪ শতাংশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে এখানে বিবেচনায় আনা হয়নি।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে