Ajker Patrika

আইসিসির প্রস্তাবিত বাণিজ্যিক মডেলে অসন্তুষ্ট পাকিস্তান

আপডেট : ১৭ মে ২০২৩, ১৪: ৪৫
আইসিসির প্রস্তাবিত বাণিজ্যিক মডেলে অসন্তুষ্ট পাকিস্তান

আইসিসির প্রস্তাবিত নতুন চক্র থেকে পাকিস্তান পাবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। তবু সন্তুষ্ট হতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

গত বুধবার ২০২৩-২৭ চক্রের জন্য বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে আইসিসি। আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত এই নতুন মডেল অনুযায়ী নতুন চক্রের জন্য আইসিসি ৬০ কোটি ডলারের বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৫০০ কোটি ৭২ লাখ টাকা। নতুন এই মডেল থেকে পিসিবি প্রতিবছর পাবে প্রায় ৩৮৫ কোটি টাকা, যা আইসিসির আয়ের ৫.৭৫ শতাংশ। শীর্ষ ১২ দেশের তালিকায় পিসিবি রয়েছে ৪ নম্বরে। সেরা চারে থাকলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাজাম শেঠি। এ ব্যাপারে স্বচ্ছতা চেয়ে রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান গতকাল বলেন, ‘এই টাকার অঙ্কগুলো কীভাবে এসেছে, আইসিসির আমাদের জানানো উচিত ছিল। এতে আমরা সন্তুষ্ট না। জুন মাস এলেই আশা করা যাচ্ছে বোর্ড এই মডেল সম্ভবত চূড়ান্ত করবে। বিস্তারিত কিছু আমাদের না জানানো পর্যন্ত আমরা এটা মেনে নেব না।’ 

আইসিসির নতুন প্রস্তাবিত বাণিজ্যিক মডেল থেকে প্রতি বছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। অন্য কোনো বোর্ড ১০ শতাংশও পাবে না। ভারতের বেশি টাকা পাওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন শেঠি, ‘ভারতের বেশি পাওয়া উচিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টেবিল কীভাবে তৈরি হলো?’ 

চারটি জিনিসকে মানদণ্ড ধরে আইসিসির এই নতুন চক্রের বাণিজ্য মডেল প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মূলত ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। ২১.৯ শতাংশ জয় নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে জিতেছে ১৭.৪ শতাংশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে এখানে বিবেচনায় আনা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত