শিরোপাজয় তো অস্ট্রেলিয়ার কাছে নিয়মিত ব্যাপার। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে নিজেদের ক্যাবিনেট অস্ট্রেলিয়া পূর্ণ করেছে আইসিসি ইভেন্টের একের পর এক শিরোপা দিয়ে, যেখানে আইসিসি ইভেন্টে সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক হচ্ছেন মেগ ল্যানিং। সেখানে ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন।
এ বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হেক্সা মিশনের নেতৃত্বে ছিলেন ল্যানিং, যার মধ্যে ল্যানিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩—চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ের পাশাপাশি ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ অধিনায়ক হিসেবে জিতেছেন ল্যানিং। পাঁচ শিরোপা জিতে পুরুষ-নারী সব ধরনের ক্রিকেটে সর্বোচ্চ আইসিসি ইভেন্টের শিরোপাজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। অধিনায়ক হিসেবে ৪ আইসিসি ইভেন্টের শিরোপা জিতে পন্টিং আছেন দুইয়ে। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ৩টি আইসিসি শিরোপা।
কেপটাউনে এ বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেননি ল্যানিং। ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। প্রায় ১৩ বছর খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল ঠিকই। তবে আমি মনে করছি, এটাই সঠিক সময়। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে, নতুন কিছু করার উপযুক্ত সময় এটা। পরিবার, সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সমর্থনের কারণেই খেলাটাকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবেসে খেলতে পেরেছি। ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে পুরোটা সময় আমার পাশে থেকেছেন।’
২০১০ সালে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ল্যানিংয়ের। ১০৩ ওয়ানডে, ১৩২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬ টেস্ট খেলেছেন। ২০১১ সালে ১৮ বছর বয়সে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে সেঞ্চুরি করেন ল্যানিং। তাতে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। ওয়ানডেতে ৫৩.৫১ গড় ও ৯২.২০ স্ট্রাইক রেটে করেছেন ৪৬০২ রান। ১৫ সেঞ্চুরির পাশাপাশি ২১ ফিফটি করেছেন ওয়ানডেতে। কমপক্ষে ৪০০০ রান করেছেন, এমন নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড় তাঁরই। টেস্টে ৩১.৩৬ গড়ে করেছেন ৩৪৫ রান। সর্বোচ্চ ৯৩ রান করেছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণে।
খেলোয়াড় হিসেবে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুবার ওয়ানডে বিশ্বকাপ ও একবার কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছেন ল্যানিং। ল্যানিংয়ের প্রশংসা করে অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘মেগের নেতৃত্বে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তারের এক ধারাবাহিকতা তৈরি করেছে। সাত বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী মেগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে। ক্রিকেটের সম্ভাব্য সবকিছু সে পেয়েছে। অসাধারণ অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’
শিরোপাজয় তো অস্ট্রেলিয়ার কাছে নিয়মিত ব্যাপার। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে নিজেদের ক্যাবিনেট অস্ট্রেলিয়া পূর্ণ করেছে আইসিসি ইভেন্টের একের পর এক শিরোপা দিয়ে, যেখানে আইসিসি ইভেন্টে সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক হচ্ছেন মেগ ল্যানিং। সেখানে ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন।
এ বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হেক্সা মিশনের নেতৃত্বে ছিলেন ল্যানিং, যার মধ্যে ল্যানিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩—চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ের পাশাপাশি ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ অধিনায়ক হিসেবে জিতেছেন ল্যানিং। পাঁচ শিরোপা জিতে পুরুষ-নারী সব ধরনের ক্রিকেটে সর্বোচ্চ আইসিসি ইভেন্টের শিরোপাজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। অধিনায়ক হিসেবে ৪ আইসিসি ইভেন্টের শিরোপা জিতে পন্টিং আছেন দুইয়ে। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ৩টি আইসিসি শিরোপা।
কেপটাউনে এ বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেননি ল্যানিং। ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। প্রায় ১৩ বছর খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল ঠিকই। তবে আমি মনে করছি, এটাই সঠিক সময়। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে, নতুন কিছু করার উপযুক্ত সময় এটা। পরিবার, সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সমর্থনের কারণেই খেলাটাকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবেসে খেলতে পেরেছি। ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে পুরোটা সময় আমার পাশে থেকেছেন।’
২০১০ সালে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ল্যানিংয়ের। ১০৩ ওয়ানডে, ১৩২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬ টেস্ট খেলেছেন। ২০১১ সালে ১৮ বছর বয়সে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে সেঞ্চুরি করেন ল্যানিং। তাতে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। ওয়ানডেতে ৫৩.৫১ গড় ও ৯২.২০ স্ট্রাইক রেটে করেছেন ৪৬০২ রান। ১৫ সেঞ্চুরির পাশাপাশি ২১ ফিফটি করেছেন ওয়ানডেতে। কমপক্ষে ৪০০০ রান করেছেন, এমন নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড় তাঁরই। টেস্টে ৩১.৩৬ গড়ে করেছেন ৩৪৫ রান। সর্বোচ্চ ৯৩ রান করেছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণে।
খেলোয়াড় হিসেবে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুবার ওয়ানডে বিশ্বকাপ ও একবার কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছেন ল্যানিং। ল্যানিংয়ের প্রশংসা করে অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘মেগের নেতৃত্বে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তারের এক ধারাবাহিকতা তৈরি করেছে। সাত বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী মেগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে। ক্রিকেটের সম্ভাব্য সবকিছু সে পেয়েছে। অসাধারণ অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৭ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৮ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১০ ঘণ্টা আগে