Ajker Patrika

শাস্তি কি কমই পেলেন বিতর্কিত মন্তব্য করা ভারতীয় অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০: ২৫
শাস্তি কি কমই পেলেন বিতর্কিত মন্তব্য করা ভারতীয় অধিনায়ক

ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের ওপর অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙেছেন হারমানপ্রীত কৌর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক করেছেন শিষ্টাচারবহির্ভূত মন্তব্য। তিনি বলেছেন, ‘পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখন নিশ্চিত করব যে আমাদের এমন বাজে আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে আসব।’

বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডে বড় কোনো শাস্তি নয়, কৌরকে শুধু ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল মিরপুরে বাংলাদেশ-ভারত নারী দলের শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর টাই ছাপিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্য। সাদা চোখেই দেখা গেছে, আচরণবিধি ভেঙেছেন কৌর। এর শাস্তিও সাধারণত বড় হয়ে থাকে। এক-দুই ম্যাচের নিষেধাজ্ঞাও আসে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ৩ ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪ ডিমেরিট পয়েন্টের এই সিদ্ধান্ত এখন আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ম্যাচ অফিশিয়াল সূত্রে জানা যায়, শাস্তির সিদ্ধান্ত আসতে গতকাল রাত সাড়ে ১০টা লেগে গেছে। আর ভারতীয় দলের আজ সকালে দেশে ফেরার তাড়ায় বিষয়টি নিয়ে বেশি অপেক্ষার সুযোগ ছিল না। কৌর নিজের ‘অপরাধ’ স্বীকার করে নেওয়ায় তাঁর আর শুনানির প্রয়োজন হয়নি। সূত্র জানায়, ভারতীয় অধিনায়ক যদি শুনানিতে আসতেন, সে ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও হয়তো বাড়তে পারত।

ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্যে গতকালই অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির কর্মকর্তারা। তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত