Ajker Patrika

রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ। ছবি: বিসিবি
রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ। ছবি: বিসিবি

আর কিছু সময় ব্যাটিং করতে পারলে ম্যাচ হতো ড্র। কিন্তু আদিত্য অশোক ও জায়ডেন লেনক্সের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে খেই হারায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিলেটে চার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নিক কেলির অসাধারণ সেঞ্চুরিতে ২৫৭ রান তোলে নিউজিল্যান্ড। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৬। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন লেগ স্পিনার আদিত্য অশোক। ১৭৫ রানে থেমে যায় স্বাগতিকেরা।

মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসান ছাড়া বাকিরা সেভাবে লড়াইয়ে করতে পারেননি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অঙ্কন। এ ছাড়া ওপেনার জাকির করেন ৫০ রান। অশোক ৫টি ও জায়ডেন লেনক্স নিয়েছেন ৩টি উইকেট।

তার আগে কেলির ২০৭ বলে ১২২ ও জো কার্টারের ১৩৮ বলে ৫৮ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা। হাসান মুরাদ ৫ উইকেট ও নাঈম হাসান ৪ উইকেট নিয়েছেন।

তার আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৬ রান করেছিল। নুরুল হাসান সেঞ্চুরিতে বাংলাদেশ (১০৭) করেছিল ১৬৮ রান। ২১ থেকে সিরিজের চার দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচটিও হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত