Ajker Patrika

মোস্তাফিজদের অধিনায়ক ফিফটি করলেই হারছে দল! 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৮
মোস্তাফিজদের অধিনায়ক ফিফটি করলেই হারছে দল! 

দলকে জেতাতে অধিনায়কের ভূমিকা ভীষণ জরুরি। সেটা সামনে থেকে নেতৃত্ব দিয়ে হোক কিংবা নিজের পারফরম্যান্সের ঝলক দেখিয়ে। কিন্তু সঞ্জু স্যামসনের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো! 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। এই মৌসুমে দলটির অধিনায়ক স্যামসন ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন। তবু টানা দুই হারে পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেছে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিটি। 

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত রাতেই ৮২ রানের ইনিংস উপহার দিয়েছেন স্যামসন। ইনিংসটি খেলার পথে আইপিএল ইতিহাসের ১৯তম ব্যাটার হিসেবে ৩ হাজার রানও পূরণ করেছেন। দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ানকে (৪৩০) ছাড়িয়ে এবারের আসরে সবচেয়ে বেশি রান এখন তাঁর (৪৩৩)। এত কিছুর পরও হেরেছে তাঁর দল। 

শুধু গতকালের ম্যাচ নয়। ২৬ বছর বয়সী স্যামসন এবারের আইপিএলের যে ম্যাচেই ফিফটি বা সেঞ্চুরি করছেন, সে ম্যাচেই সর্বনাশ হয়েছে মোস্তাফিজদের! ‘অধিনায়ক ভালো খেললে দল জেতে’—প্রচলিত এ বিশ্বাসকে যেন সম্পূর্ণ পাল্টে দিয়েছেন স্যামসন। 

 পরিসংখ্যান ঘাঁটলেই বোঝা যাবে সব। এ মৌসুমে স্যামসন যে তিনটি ম্যাচে নিজের সর্বোচ্চ রানের তিনটি ইনিংস খেলেছেন, সব কটিতেই হারতে হয়েছে রাজস্থানকে। গত মে মাসে আসর স্থগিত হওয়ার আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৯, গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭০ আর গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮২। দুর্ভাগ্যবশত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেননি মোস্তাফিজরা। 

এই পরিসংখ্যান দেখার পর দুরন্ত ফর্মে থাকা স্যামসন নিশ্চয়ই ভাগ্য বদলাতে চাইবেন। আর সেটা করতে হবে দ্রুতই। লিগ পর্বের বাকি চার ম্যাচের অন্তত তিনটিতে জিততে না পারলে যে বিদায় নিতে হবে স্যামসন-মোস্তাফিজদের! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত