ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম ঘণ্টায় ২ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই লঙ্কানদের ধাক্কা দেন ইবাদত হোসেন। এরপর দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশের চেয়ে সফরকারীরা পিছিয়ে ১৮৯ রানে।
দিনের প্রথম ওভারে দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে বোল্ড করেন ইবাদত। আগের দিনের নাইটওয়াচম্যান রাজিথা এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এসে করুণারত্নের সঙ্গে দেখেশুনেই এগোতে থাকেন। কিন্তু দলীয় ১৬৪ রানে সাকিব আল হাসানের বলে স্টাম্প উপড়ে যায় লঙ্কান অধিনায়কের। আগের একাধিকবার জীবন পাওয়া করুণারত্নে ফিরেছেন ৮০ রান করে।
এর আগে গতকাল মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সেই সেশনের বাকি অংশে ৮৩ রান করেন দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আরও ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচআউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে 'আম্পায়ার্স কলে' বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার। ওশাদার পর আজ ইনিংস বড় করতে পারেননি করুণারত্নেও। ফিরেছেন সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে।
খেলা সম্পর্কিত পড়ুন:
ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম ঘণ্টায় ২ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই লঙ্কানদের ধাক্কা দেন ইবাদত হোসেন। এরপর দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশের চেয়ে সফরকারীরা পিছিয়ে ১৮৯ রানে।
দিনের প্রথম ওভারে দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে বোল্ড করেন ইবাদত। আগের দিনের নাইটওয়াচম্যান রাজিথা এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এসে করুণারত্নের সঙ্গে দেখেশুনেই এগোতে থাকেন। কিন্তু দলীয় ১৬৪ রানে সাকিব আল হাসানের বলে স্টাম্প উপড়ে যায় লঙ্কান অধিনায়কের। আগের একাধিকবার জীবন পাওয়া করুণারত্নে ফিরেছেন ৮০ রান করে।
এর আগে গতকাল মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সেই সেশনের বাকি অংশে ৮৩ রান করেন দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আরও ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচআউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে 'আম্পায়ার্স কলে' বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার। ওশাদার পর আজ ইনিংস বড় করতে পারেননি করুণারত্নেও। ফিরেছেন সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে।
খেলা সম্পর্কিত পড়ুন:
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১৭ মিনিট আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৪ ঘণ্টা আগে