নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারবান টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের হয়েও হলো না। প্রথম সেশনের মতো তৃতীয় সেশনেও প্রতিপক্ষের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের বোলাররা। তবে দ্বিতীয় সেশনের দাপটে মোটামুটি অবস্থানে থেকে দিন পার করল বাংলাদেশ।
আজ প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এই দাপট ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে তারা। কিন্তু শেষ সেশনের শুরুটা রঙিন হলেও আলোকস্বল্পতায় দিনের সমাপ্তিটা হাসিমুখে শেষ করেছে প্রোটিয়ারা। প্রথম দিন শেষে ৭৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। ক্রিজে ৫৩ রানে অপরাজিত টেম্বা বাভুমার সঙ্গী কাইল ভেরেইনার সংগ্রহ ২৭।
প্রথম সেশনটা খারাপ গেলেও দ্বিতীয় সেশনের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। থিতু হওয়া ব্যাটার ডিন এলগারকে (৬৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন খালেদ আহমেদ। খালেদের গুড লেংথের বলে এলগারের দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দলীয় ১১৩ রানের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সারেল এরউই (৪১)। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।
এরপর উইকেট পেতে পারতেন তাসকিনও। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ হারান এই পেসার। তাসকিন না পারলেও কিগান পিটারসেনকে ঠিকই ফিরিয়েছে বাংলাদেশ। মিরাজের দারুণ এক থ্রোতে রান আউট হয়েছেন পিটারসেন। এরপর দ্বিতীয় সেশনের বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ২২ ও রিকেলটন ১১ রানে অপরাজিত আছেন।
তৃতীয় সেশনে ২১ রান করা রিকেলটনকে ফেরান ইবাদত হোসেন। এরপর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। নিজের ৫০ তম টেস্টে ১৮ তম ফিফটি তুলে নেন বাভুমা। ভেরেইনাকে নিয়ে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস)
৭৬.৫ ওভারে ২৩৩/৪
এলগার ৬৭, বাভুমা ৫৩ *
খালেদ ১/৪৯, মিরাজ ১/৫৭
* প্রথম দিন শেষে
ডারবান টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের হয়েও হলো না। প্রথম সেশনের মতো তৃতীয় সেশনেও প্রতিপক্ষের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের বোলাররা। তবে দ্বিতীয় সেশনের দাপটে মোটামুটি অবস্থানে থেকে দিন পার করল বাংলাদেশ।
আজ প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এই দাপট ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে তারা। কিন্তু শেষ সেশনের শুরুটা রঙিন হলেও আলোকস্বল্পতায় দিনের সমাপ্তিটা হাসিমুখে শেষ করেছে প্রোটিয়ারা। প্রথম দিন শেষে ৭৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। ক্রিজে ৫৩ রানে অপরাজিত টেম্বা বাভুমার সঙ্গী কাইল ভেরেইনার সংগ্রহ ২৭।
প্রথম সেশনটা খারাপ গেলেও দ্বিতীয় সেশনের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। থিতু হওয়া ব্যাটার ডিন এলগারকে (৬৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন খালেদ আহমেদ। খালেদের গুড লেংথের বলে এলগারের দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দলীয় ১১৩ রানের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সারেল এরউই (৪১)। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।
এরপর উইকেট পেতে পারতেন তাসকিনও। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ হারান এই পেসার। তাসকিন না পারলেও কিগান পিটারসেনকে ঠিকই ফিরিয়েছে বাংলাদেশ। মিরাজের দারুণ এক থ্রোতে রান আউট হয়েছেন পিটারসেন। এরপর দ্বিতীয় সেশনের বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ২২ ও রিকেলটন ১১ রানে অপরাজিত আছেন।
তৃতীয় সেশনে ২১ রান করা রিকেলটনকে ফেরান ইবাদত হোসেন। এরপর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। নিজের ৫০ তম টেস্টে ১৮ তম ফিফটি তুলে নেন বাভুমা। ভেরেইনাকে নিয়ে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস)
৭৬.৫ ওভারে ২৩৩/৪
এলগার ৬৭, বাভুমা ৫৩ *
খালেদ ১/৪৯, মিরাজ ১/৫৭
* প্রথম দিন শেষে
এশিয়া কাপ খেলতে রোববার সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১৩ বার এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে সেরা সাফল্য ২০১২, ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপের রানার্সআপ হওয়া। সোনার হরিণ হয়ে থাকা এশিয়া শিরোপা এবার জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন আহমেদ।
১৪ ঘণ্টা আগেনাটকীয়তার পর শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে খেলছেন না হামজা চৌধুরী। আন্তর্জাতিক বিরতির আগে লেস্টার সিটির হয়ে শেষ ম্যাচে চোটে পড়েন তিনি। চোটের মাত্রা গুরুতর না হলেও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ মাথায় রেখে তাঁকে নেপালে খেলানোর ঝুঁকি নিতে চাননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
১৫ ঘণ্টা আগেলিওনেল মেসির ম্যাচ আগে আর্জেন্টিনায় হলে দেখা যেত খুশির আবহ। কিন্তু আজ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। মেসি কেঁদেছেন বারবার। ভক্ত-সমর্থকেরাও আবেগপ্রবণ হয়ে উঠেছেন।
১৬ ঘণ্টা আগেসীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। লর্ডসে গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া রানের পাহাড় টপকানোর কাছাকাছি গিয়েও ব্যর্থ ইংলিশরা। এই হারের পর অনেকটা বেকায়দায় পড়ে গেছে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড।
১৭ ঘণ্টা আগে