Ajker Patrika

অপেক্ষা ফুরানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৫: ১০
অপেক্ষা ফুরানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এত দিনে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে নিশ্চয়ই ধুলো জমেছে। সেই ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্ব যে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর ৩১ বছর কেটে গেছে কিন্তু দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা ফুরায় না তাদের। 

অপেক্ষা ফুরানোর মিশনে আজ প্রথম এবারের বিশ্বকাপে মাঠে নামছে পাকিস্তান। শুরুতেই টস ভাগ্যে হেরেছেন বাবর আজম। টস হারলেও ব্যাটিংয়ে নামছে অধিনায়ক বাবরের দলই। কারণ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফিল্ডিংয়র সিদ্ধান্তের বিষয়ে এডওয়ার্ডস বলেছেন, ‘উইকেট বেশ ভালো। আলোর নিচে ব্যাটিং করা সহজ হবে। পিচের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের প্রয়োজন।’ 

এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া হাসান আলি আছেন একাদশে। তাঁর সঙ্গে পেস বোলিংয়ে থাকছেন হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি। ওপেনিংয়ে এশিয়া কাপে ভালো না করলেও ফখর জামানের ওপর আবারও ভরসা রাখছে পাকিস্তান। তাঁর সঙ্গী ইমাম-উল-হক। তিন ও চারে খেলবেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে ১২ বছর পর বিশ্বকাপে খেলছে নেদারল্যান্ডস। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে একাদশে সাজিয়েছে ডাচরা। 

পাকিস্তানের একাদশ—
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি। 

নেদাল্যান্ডসের একাদশ—
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত