Ajker Patrika

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশ সঠিক পথেই আছে: তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৫, ১৭: ৩৯
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দেওয়া হয় ফুলেল সংবর্ধনা। ছবি: বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দেওয়া হয় ফুলেল সংবর্ধনা। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য এসেছে ২০২০ সালে। আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ ও ২০২৪ টানা দুই যুব বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে।

টানা দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ গত কয়েক মাসে দুর্দান্ত খেলছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে। দুবাইয়ে গত বছর ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ বাংলাদেশ জিতেছে তামিমের অধিনায়কত্বে। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর নেতৃত্বেই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছন্দে থাকা বাংলাদেশ আগামী বছর নামবে যুব বিশ্বকাপ খেলতে। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে বাংলাদেশের যুবারা ঠিকভাবে এগোচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে আজ শুক্রবার সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ অবশ্যই। দেখুন আমরা যেভাবে কঠোর পরিশ্রম করছি স্কিল ও ফিটনেস নিয়ে, তাতে ইনশা আল্লাহ (বিশ্বকাপ জেতা)। একজন খেলোয়াড়ের যে ঘুরে দাঁড়াতে হবে, সেটা আমাদের মনের মধ্যে থাকে। চেষ্টা করছি আলহামদুলিল্লাহ।’

কলম্বোর কোল্টসে গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচ বৃষ্টির পেটে চলে গেলেও তামিমের নেতৃত্বে বাংলাদেশ ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। যেখানে ২৬ এপ্রিল প্রথম ওয়ানডেতে ৯৮ রানের হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। পরে তামিমের নেতৃত্বে টানা তিন ওয়ানডে দাপটের সঙ্গে জেতে বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেটা হাতের নাগালে থাকলেও তামিমরা ম্যাচটা হেরে গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে আজ দেশে ফিরেছে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কা জয় করে আসা বাংলাদেশ যুবাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয় ঢাকা বিমানবন্দরে। পিছিয়ে থেকে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়াল, সেটার ‘রহস্য’ জানতে চাইলেন সাংবাদিকেরা। সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে দেখুন, দল হিসেবে আমাদের যে স্পিরিটটা ছিল, আত্মবিশ্বাস ছিল যে আমরা ঘুরে দাঁড়াব। এটাই চেষ্টা ছিল আরকি। আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছি।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ছবি: বিসিবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ছবি: বিসিবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে ৩০২ ও ২৮১ রান করেন জাওয়াদ আবরার ও আজিজুল তামিম। সিরিজের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক বাংলাদেশের এই টপ–অর্ডার ব্যাটার। দুজনের মধ্যে দারুণ ‘রসায়ন’-এর কারণেই বাংলাদেশ লঙ্কায় সাফল্য পেয়েছে, সেটা মাঠের পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। সংবাদমাধ্যমকে এ ব্যাপারে তামিম বলেন, ‘আমাদের ওপর একটা দায়িত্ব আছে। যেহেতু আমরা টপ–অর্ডার ব্যাটার এবং দলটাকে নিয়ে যেতে হবে। দুটা ম্যাচ, তিনটা ম্যাচ খেলেছি আল্লাহর রহমতে। আমিও চেষ্টা করেছি তেমন কিছু দেওয়ার। এটাই। আলহামদুলিল্লাহ দলের জন্য যেটা প্রয়োজন, সেটাই করার চেষ্টা করেছি।’

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় সবশেষ আয়োজিত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বেনোনিতে ভারতকে কাঁদিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। তাতে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপ জেতে অজিরা। সর্বোচ্চ পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত