বোম যে ফাটাতে চলেছে, চার ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের দল থেকে বাদ পড়া আর শেষ কয়দিন তাঁকে ঘিরে একের পর এক নাটক নিয়ে নিজের মনের ভেতর জমে থাকা ক্ষোভের কথা যে ঢালবেন তামিম সেটা বোঝাই যাচ্ছিল। তামিম সেই ক্ষোভ ঢেলেছেন, ধুয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিকেল ৫টার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন তামিম। তাঁকে বাদ দেওয়ার জন্য মিথ্যা গুজব তৈরির অভিযোগও তুলেছেন দেশসেরা বাঁহাতি ওপেনার। তাঁকে ইচ্ছে করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করে বলেছেন তামিম।
তাঁকে নিয়ে বোর্ড ও নির্বাচকদের দোটানার কথা তুলে ধরেছেন তামিম। জানিয়েছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও। তামিম বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ম্যাচে আমি ৪৪ রান করেছিলাম। নিজেকে নিয়ে খুশি ছিলাম। এর দুই-এক দিন পর বোর্ডের উচ্চমহল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে অনেক ম্যানেজ করিয়ে খেলাতে হবে। একটা কাজ করো প্রথম ম্যাচ খেলো না। আমি বললাম, ভাই এটা তো ১২-১৩ দিনের কথা। এই কদিনে তো আমি আরও ভালো অবস্থায় থাকব। কী কারণে খেলব না! তিনি বললেন, তুমি যদি খেল আমরা একটা পরিকল্পনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’
বিসিবির সেই কর্মকর্তার কথায় মন ভেঙে গেছে বলে জানান তামিম। বলেছেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে আমি কিছুদিন ধরে কোন মানসিকতায় ছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি, সুখী ছিলাম এর মাঝে এসব কথা, আমার পক্ষে নেওয়া সম্ভব না। ১৭ বছর আমি এক পজিশনে ব্যাট করেছি, জীবনে কখনো ৩-৪ পজিশনে ব্যাটিংই করিনি। যদি কোনো দিন করতাম তাহলে হয়তো মানিয়ে নেওয়া সহজ হতো। কিন্তু কখনোই এই পজিশনে ব্যাট করিনি। স্বাভাবিকভাবেই আমি কথাটা সহজভাবে নিতে পারিনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’
তাঁকে সরানোর জন্য যে নোংরামি করা হয়েছে, সেটিও বলেছেন তামিম, ‘আমার মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করে করে। আমি তখন বললাম, দেখেন আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা না পাঠান। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। একেক দিন একেকটা জিনিস আপনারা আমাকে ফেস করাবেন তার মধ্যে থাকতে চাই না। এরপর সেই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, যেগুলো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে বলা উচিত নয়।’
বোম যে ফাটাতে চলেছে, চার ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের দল থেকে বাদ পড়া আর শেষ কয়দিন তাঁকে ঘিরে একের পর এক নাটক নিয়ে নিজের মনের ভেতর জমে থাকা ক্ষোভের কথা যে ঢালবেন তামিম সেটা বোঝাই যাচ্ছিল। তামিম সেই ক্ষোভ ঢেলেছেন, ধুয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিকেল ৫টার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন তামিম। তাঁকে বাদ দেওয়ার জন্য মিথ্যা গুজব তৈরির অভিযোগও তুলেছেন দেশসেরা বাঁহাতি ওপেনার। তাঁকে ইচ্ছে করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করে বলেছেন তামিম।
তাঁকে নিয়ে বোর্ড ও নির্বাচকদের দোটানার কথা তুলে ধরেছেন তামিম। জানিয়েছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও। তামিম বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ম্যাচে আমি ৪৪ রান করেছিলাম। নিজেকে নিয়ে খুশি ছিলাম। এর দুই-এক দিন পর বোর্ডের উচ্চমহল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে অনেক ম্যানেজ করিয়ে খেলাতে হবে। একটা কাজ করো প্রথম ম্যাচ খেলো না। আমি বললাম, ভাই এটা তো ১২-১৩ দিনের কথা। এই কদিনে তো আমি আরও ভালো অবস্থায় থাকব। কী কারণে খেলব না! তিনি বললেন, তুমি যদি খেল আমরা একটা পরিকল্পনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’
বিসিবির সেই কর্মকর্তার কথায় মন ভেঙে গেছে বলে জানান তামিম। বলেছেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে আমি কিছুদিন ধরে কোন মানসিকতায় ছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি, সুখী ছিলাম এর মাঝে এসব কথা, আমার পক্ষে নেওয়া সম্ভব না। ১৭ বছর আমি এক পজিশনে ব্যাট করেছি, জীবনে কখনো ৩-৪ পজিশনে ব্যাটিংই করিনি। যদি কোনো দিন করতাম তাহলে হয়তো মানিয়ে নেওয়া সহজ হতো। কিন্তু কখনোই এই পজিশনে ব্যাট করিনি। স্বাভাবিকভাবেই আমি কথাটা সহজভাবে নিতে পারিনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’
তাঁকে সরানোর জন্য যে নোংরামি করা হয়েছে, সেটিও বলেছেন তামিম, ‘আমার মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করে করে। আমি তখন বললাম, দেখেন আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা না পাঠান। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। একেক দিন একেকটা জিনিস আপনারা আমাকে ফেস করাবেন তার মধ্যে থাকতে চাই না। এরপর সেই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, যেগুলো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে বলা উচিত নয়।’
কদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৫ মিনিট আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
১৫ মিনিট আগেমাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
৩৯ মিনিট আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে