Ajker Patrika

দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ কমিয়ে আনার সুপারিশ এমসিসির

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১: ৪০
দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ কমিয়ে আনার সুপারিশ এমসিসির

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এমন অভিমত দিয়ে আসছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এমনকি দ্বিপক্ষীয় সিরিজ বন্ধের কথাও জানিয়েছেন ওয়াসিম আকরাম ও রবিশাস্ত্রীর মতো কিংবদন্তিরা। 

এবার দুই কিংবদন্তির সুরেই কথা বলেছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ২০২৭ বিশ্বকাপের পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ করেছে এমসিসি। গতকাল এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। 

বিবৃতিতে বলা হয়েছে, ওয়ানডে বিশ্বকাপের বাইরে ৫০ ওভারের সংস্করণ নিয়ে সংশয় প্রকাশ করেছে এমসিসির বর্তমান কমিটি। ২০২৭ বিশ্বকাপের পর ছেলেদের দ্বিপক্ষীয় সিরিজ কমানোর সুপারিশ করেছে। কমিয়ে আনলে এটির মান আরও বাড়বে। এমনকি এটি বন্ধের সুপারিশও করেছে এমসিসি। তবে বিশ্বকাপের বছরে দ্বিপক্ষীয় সিরিজ হতে পারে এমন মতও দিয়েছে এমসিসির কমিটি। 

ব্যস্ত সূচির কারণে ওয়ানডে সংস্করণটির মূল্য নিয়ে প্রশ্ন উঠেছে। ১৩ সদস্যের এমসিসি কমিটি ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে লর্ডস টেস্টের আগে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেখানেই এ সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। বর্তমান কমিটিতে আছেন—কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, হিদার নাইট, এউইন মরগানের মতো ক্রিকেটাররা। আর কমিটির সভাপতি হচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। 

শুধু ওয়ানডে সংস্করণ নয়, পুরো ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন করে সাজানোর সময় এসেছে বলে জানিয়েছেন এমসিসির সভাপতি গ্যাটিং। ৬৬ বছর বয়সী সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘সময় এসেছে ক্রিকেটকে নতুন করে সাজানোর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত