ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে খেলোয়াড়দের ছুটি নেওয়ার ঘটনা বেশ পরিচিত। ব্যক্তিগত কারণ, মানসিক সুস্থতা—নানা কারণে টুর্নামেন্টের আগে বা মাঝপথে হঠাৎ করেই তারকা ক্রিকেটাররা ছুটি নিয়ে নেন। ২০২৪ আইপিএলের মাঝপথে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
আইপিএলে আসার আগে ম্যাক্সওয়েলের ফর্ম ছিল দুর্দান্ত। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তাঁর মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি তো রয়েছেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর পাঁচ সেঞ্চুরির দুটিই এসেছে গত বছরের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে। অথচ ছন্দে থাকা ম্যাক্সওয়েলই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে এবার খেলতে নেমে খাবি খাচ্ছেন। ৬ ম্যাচে করেছেন ৩২ রান। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছেন ২৮ রান। বাকি পাঁচ ম্যাচে তাঁর রান মোবাইল নম্বরের মতো। শূন্য রানে আউট হয়েছেন তিনবার। ৩ ও ১ রান করেছেন অন্য দুই ম্যাচে।
অফফর্মের বৃত্তে ঘুরপাক খেতে থাকায় আত্মবিশ্বাসে ঘাটতি পড়েছে বলে জানান ম্যাক্সওয়েল। ক্রিকইনফোর অ্যারাউন্ড দ্য উইকেট অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বলেন, ‘আমার আত্মবিশ্বাস অনেক কমে গিয়েছিল। গেম পরিকল্পনার সঙ্গে সেভাবে খেলতে পারছিলাম না। মনে হচ্ছিল যদি আমি এভাবেই খেলে যেতে থাকি, ফল তেমন একটা পরিবর্তন হবে না। বেশ হতাশা কাজ করছিল আমার মনে যেহেতু আশানুরূপ ফল পাচ্ছিলাম না। তবে মনে হয়েছে যে দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ঘটনা এমন নয় আমি ইচ্ছে করে আইপিএল থেকে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছি।’
মেজর ক্রিকেট লিগের (এমএলসি) ২০২৪ মৌসুমে ম্যাক্সওয়েল চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে। ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররাও খেলবেন ওয়াশিংটন। ফ্র্যাঞ্চাইজিটির কোচ রিকি পন্টিং। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে নিজের দলে অস্ট্রেলিয়ার এক ঝাঁক তারকাদের পাচ্ছেন দেখে রোমাঞ্চিত ম্যাক্সওয়েল। অজি তারকা ক্রিকেটার বলেন, ‘এই টুর্নামেন্ট আমি গত বছর থেকেই দেখে আসছি। এই টুর্নামেন্টে খেলতে বেশ রোমাঞ্চিত ছিলাম। সৌভাগ্যক্রমে এ বছর সুযোগ পেয়েছি। রিকি পন্টিং ও অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আসছিলাম গত বছর থেকে এবং দলের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যি বেশ রোমাঞ্চিত। ট্রাভিস হেড, স্টিভ, রিকির মতো তিন জনকে পেয়েছি, যাদের সঙ্গে ভালোভাবেই ধরে পরিচিত।’
আরও পড়ুন:
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে খেলোয়াড়দের ছুটি নেওয়ার ঘটনা বেশ পরিচিত। ব্যক্তিগত কারণ, মানসিক সুস্থতা—নানা কারণে টুর্নামেন্টের আগে বা মাঝপথে হঠাৎ করেই তারকা ক্রিকেটাররা ছুটি নিয়ে নেন। ২০২৪ আইপিএলের মাঝপথে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
আইপিএলে আসার আগে ম্যাক্সওয়েলের ফর্ম ছিল দুর্দান্ত। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তাঁর মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি তো রয়েছেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর পাঁচ সেঞ্চুরির দুটিই এসেছে গত বছরের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে। অথচ ছন্দে থাকা ম্যাক্সওয়েলই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে এবার খেলতে নেমে খাবি খাচ্ছেন। ৬ ম্যাচে করেছেন ৩২ রান। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছেন ২৮ রান। বাকি পাঁচ ম্যাচে তাঁর রান মোবাইল নম্বরের মতো। শূন্য রানে আউট হয়েছেন তিনবার। ৩ ও ১ রান করেছেন অন্য দুই ম্যাচে।
অফফর্মের বৃত্তে ঘুরপাক খেতে থাকায় আত্মবিশ্বাসে ঘাটতি পড়েছে বলে জানান ম্যাক্সওয়েল। ক্রিকইনফোর অ্যারাউন্ড দ্য উইকেট অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বলেন, ‘আমার আত্মবিশ্বাস অনেক কমে গিয়েছিল। গেম পরিকল্পনার সঙ্গে সেভাবে খেলতে পারছিলাম না। মনে হচ্ছিল যদি আমি এভাবেই খেলে যেতে থাকি, ফল তেমন একটা পরিবর্তন হবে না। বেশ হতাশা কাজ করছিল আমার মনে যেহেতু আশানুরূপ ফল পাচ্ছিলাম না। তবে মনে হয়েছে যে দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ঘটনা এমন নয় আমি ইচ্ছে করে আইপিএল থেকে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছি।’
মেজর ক্রিকেট লিগের (এমএলসি) ২০২৪ মৌসুমে ম্যাক্সওয়েল চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে। ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররাও খেলবেন ওয়াশিংটন। ফ্র্যাঞ্চাইজিটির কোচ রিকি পন্টিং। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে নিজের দলে অস্ট্রেলিয়ার এক ঝাঁক তারকাদের পাচ্ছেন দেখে রোমাঞ্চিত ম্যাক্সওয়েল। অজি তারকা ক্রিকেটার বলেন, ‘এই টুর্নামেন্ট আমি গত বছর থেকেই দেখে আসছি। এই টুর্নামেন্টে খেলতে বেশ রোমাঞ্চিত ছিলাম। সৌভাগ্যক্রমে এ বছর সুযোগ পেয়েছি। রিকি পন্টিং ও অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আসছিলাম গত বছর থেকে এবং দলের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যি বেশ রোমাঞ্চিত। ট্রাভিস হেড, স্টিভ, রিকির মতো তিন জনকে পেয়েছি, যাদের সঙ্গে ভালোভাবেই ধরে পরিচিত।’
আরও পড়ুন:
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৬ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে