কতটা অবিশ্বাস্য ফর্মে আছেন ডেভন কনওয়ে? তার জন্য অবশ্য বেশি দূরে যেতে হচ্ছে না। গত বছর জুনে টেস্ট অভিষেক। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ডাবল সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেছেন।
অভিষেকের পর ক্রাইস্টচার্চ টেস্টসহ ৯ ইনিংসে কনওয়ের সংগ্রহ ৬০৩ রান, গড় ৭৫.৩৮। অভিষেকের পর প্রথম পাঁচ টেস্টের হিসাব ধরলে কনওয়ের ওপরে আছেন শুধু—সুনীল গাভাস্কার, জর্জ হেডলি, কনার্ড হান্ট ও ডন ব্র্যাডম্যান। দুটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি ফিফটি। আগামীকাল সেঞ্চুরি পূর্ণ করলেই সংখ্যা দুটি এদিক-ওদিক হবে।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে দিনের খেলা শেষ করেছেন কনওয়ে। আর তাতে ৪৭ বছর আগের ক্রাইস্টচার্চের একটা স্মৃতিও ফিরিয়ে এনেছেন এই বাঁহাতি ব্যাটার। কনওয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলেন। তবে কোনো নিউজিল্যান্ড ব্যাটারের ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করার ঘটনা এ নিয়ে তৃতীয়বার ঘটল।
শেষ বার ১৯৭৪ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন কিছুর সাক্ষী করেছিলেন গ্লেন টার্নার। দ্বিতীয় দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। তৃতীয় দিনে অবশ্য সেঞ্চুরি পূর্ণ করে ১০১ রানে গ্রেগ চ্যাপেলের বলে আউট হয়ে যান। প্রথমবার ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ ঘটনায়ও জড়িত টার্নার। ১৯৬৯ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে আউট হওয়ার আগে করেন ১১০ রান।
ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় আছেন কনওয়েও। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেও প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে আবারও রানে ফিরেছেন কনওয়ে। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে আরও একটা ইতিহাস গড়েছেন। অভিষেকের পর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ টেস্টই প্রথম ইনিংসে কমপক্ষে ৫০ ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়েছেন কনওয়ে।
কতটা অবিশ্বাস্য ফর্মে আছেন ডেভন কনওয়ে? তার জন্য অবশ্য বেশি দূরে যেতে হচ্ছে না। গত বছর জুনে টেস্ট অভিষেক। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ডাবল সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেছেন।
অভিষেকের পর ক্রাইস্টচার্চ টেস্টসহ ৯ ইনিংসে কনওয়ের সংগ্রহ ৬০৩ রান, গড় ৭৫.৩৮। অভিষেকের পর প্রথম পাঁচ টেস্টের হিসাব ধরলে কনওয়ের ওপরে আছেন শুধু—সুনীল গাভাস্কার, জর্জ হেডলি, কনার্ড হান্ট ও ডন ব্র্যাডম্যান। দুটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি ফিফটি। আগামীকাল সেঞ্চুরি পূর্ণ করলেই সংখ্যা দুটি এদিক-ওদিক হবে।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে দিনের খেলা শেষ করেছেন কনওয়ে। আর তাতে ৪৭ বছর আগের ক্রাইস্টচার্চের একটা স্মৃতিও ফিরিয়ে এনেছেন এই বাঁহাতি ব্যাটার। কনওয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলেন। তবে কোনো নিউজিল্যান্ড ব্যাটারের ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করার ঘটনা এ নিয়ে তৃতীয়বার ঘটল।
শেষ বার ১৯৭৪ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন কিছুর সাক্ষী করেছিলেন গ্লেন টার্নার। দ্বিতীয় দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। তৃতীয় দিনে অবশ্য সেঞ্চুরি পূর্ণ করে ১০১ রানে গ্রেগ চ্যাপেলের বলে আউট হয়ে যান। প্রথমবার ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ ঘটনায়ও জড়িত টার্নার। ১৯৬৯ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে আউট হওয়ার আগে করেন ১১০ রান।
ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় আছেন কনওয়েও। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেও প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে আবারও রানে ফিরেছেন কনওয়ে। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে আরও একটা ইতিহাস গড়েছেন। অভিষেকের পর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ টেস্টই প্রথম ইনিংসে কমপক্ষে ৫০ ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়েছেন কনওয়ে।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৯ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১১ ঘণ্টা আগে