Ajker Patrika

পাপন বললেন, আমি আর বেশি দিন নাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫: ৩৯
পাপন বললেন, আমি আর বেশি দিন নাই

গুলশানের বাসভবনে আজ তামিম ইকবালের সঙ্গে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই বৈঠক শেষে পাপন শুধু নিজের ভবিষ্যৎ নয়, কথা বললেন বিসিবি সভাপতি হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও।

টানা তিন মেয়াদে বিসিবির সভাপতি পদে আছেন পাপন। ২০২১ সালের আগস্টে নির্বাচিত হওয়ার পর এই মেয়াদের প্রায় আড়াই বছর হতে চলেছে তাঁর নেতৃত্বের পরিচালনা পর্ষদের। বিসিবি সভাপতি হিসেবে আজ পাপন নিজের ভবিষ্যৎ নিয়ে বললেন, ‘আমি আর বেশি দিন নাই। এই মেয়াদ তো বেশি দিন নাই। এরপর আরেকটা বছর আছে। যাওয়ার আগে দলটা ঠিক করে যাব। ঠিক হবে কি না জানি না। তবে যেটা করার দরকার করব।’ 

সেই করণীয় ঠিক করতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন বিসিবি সভাপতি, ‘সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয়, নেব। একেকজন একেকটা কথা বলব, সেসব শুনে সিদ্ধান্ত নেব না। (আজ) তামিমও বলল, আপনি অনেক কিছু জানেন না। সবার সঙ্গে কথা বলে গভীরে যাব। সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। কে কী পছন্দ করল কী করল না, আমার যায়-আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা কঠিন হলেও নেব।’

আর বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন বললেন, ‘এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, মানুষ পছন্দ করবে না। তামিমকে বলেছি, আমি আর আগের মতো তোমাদের সঙ্গে নেই। আগের দুই মেয়াদে দলের সঙ্গে অনেক জড়িয়ে থাকতাম। এখন একেবারে ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি, তারা দায়িত্ব পালন করবে। তাতে কোনো অসুবিধা হলে আমাদের কাছে আসবে। তবু তামিম কিছু কথা বলল। এমন একটা সময়ে সে বলেছে, আসলেই আমার হাতে একেবারে সময় নেই। এক মাস পরে আমার নির্বাচন। এলাকাতেই থাকছি বেশি। ওকে বলেছি, দেখো, নির্বাচন শেষেই তোমার সব সমস্যা জানব, তা না। আর কারও কথায় কিছু করব না। আগে আমার জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সঙ্গে কথা বলব। গভীরে ঢুকতে চাই। নিজের সিদ্ধান্ত নেব। ও বলেছে, এটা ভালো কথা। সেই সিদ্ধান্ত হবে বিপিএলের পর। নির্বাচনের পর বিপিএলে সবাইকে পাব। এ সময় সব খেলোয়াড়, কোচকে পাব। সব তথ্য পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত