আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল নিজেদের সেরাটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে সাকিব আল হাসানের দলকে হারানো সম্ভব ছিল বলে মনে করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ৩৩৫ রান। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানদের ৩৬ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১৯৩ রান। উইকেটে তখন ৫০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শাহিদী ও নাজিবুল্লাহ জাদরান ব্যাটিং করছিলেন ১৭ রানে। এখান থেকেই আফগানদের ইনিংসে ভাঙন শুরু হয়। ৫২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাহিদীর দল। দ্রুত উইকেট হারানোর কারণেই ম্যাচ হেরে গেছেন বলে মনে করছেন শাহিদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদী বলেন, ‘আমি মনে করি, লক্ষ্য তাড়া তরা যেত। আউটফিল্ডে বল দ্রুত দৌড়াচ্ছিল, তবে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। তাদের বোলাররা শুরুতে দারুণ বোলিং করেছে এবং আমাদের রান রেট খুব কম ছিল। তাই আমরা জিততে পারিনি।’
প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ৪০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ২৩১ রান। শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ১০৩ রান। বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিংয়ে খেই হারাতে থাকে আফগানিস্তান। আফগানদের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে সেঞ্চুরি করেছেন শান্ত, মিরাজ। আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৬৬ রান দিয়েছেন তবে কোনো উইকেট পাননি। আর ফজলহক ফারুকি ৬ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। তিন বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করেন শাহিদী, ‘সব ডিপার্টমেন্টেই আমাদের উন্নতি করতে হবে। বোলিং আমাদের যথেষ্ট ভালো ছিল না। ফিল্ডিংও ভালো হয়নি।’
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল নিজেদের সেরাটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে সাকিব আল হাসানের দলকে হারানো সম্ভব ছিল বলে মনে করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ৩৩৫ রান। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানদের ৩৬ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১৯৩ রান। উইকেটে তখন ৫০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শাহিদী ও নাজিবুল্লাহ জাদরান ব্যাটিং করছিলেন ১৭ রানে। এখান থেকেই আফগানদের ইনিংসে ভাঙন শুরু হয়। ৫২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাহিদীর দল। দ্রুত উইকেট হারানোর কারণেই ম্যাচ হেরে গেছেন বলে মনে করছেন শাহিদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদী বলেন, ‘আমি মনে করি, লক্ষ্য তাড়া তরা যেত। আউটফিল্ডে বল দ্রুত দৌড়াচ্ছিল, তবে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। তাদের বোলাররা শুরুতে দারুণ বোলিং করেছে এবং আমাদের রান রেট খুব কম ছিল। তাই আমরা জিততে পারিনি।’
প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ৪০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ২৩১ রান। শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ১০৩ রান। বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিংয়ে খেই হারাতে থাকে আফগানিস্তান। আফগানদের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে সেঞ্চুরি করেছেন শান্ত, মিরাজ। আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৬৬ রান দিয়েছেন তবে কোনো উইকেট পাননি। আর ফজলহক ফারুকি ৬ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। তিন বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করেন শাহিদী, ‘সব ডিপার্টমেন্টেই আমাদের উন্নতি করতে হবে। বোলিং আমাদের যথেষ্ট ভালো ছিল না। ফিল্ডিংও ভালো হয়নি।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১২ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২৯ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে